পঞ্চায়েত পরীক্ষায় একশোয় একশো পেলেন তৃণমূলের এই ১০ নেতা

May 18, 2018, 15:41 PM IST
1/10

অনুব্রত মণ্ডল (বীরভূম ৪২) – ভোটের আগেই জেলা পরিষদ বিরোধী শূন্য করে ফার্স্ট বয়ের তকমা দখল করেছেন কেষ্ট।

2/10

জ্যোতিপ্রিয় মল্লিক (উত্তর ২৪ পরগনা ৫৭) – এক সময়ের বাম তালুকে এবার কেবলই ঘাসফুলের দাপট। 

3/10

দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদকে (৮১) বিরোধী শূন্য করে ফুলমার্কস পেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি।

4/10

হুগলি জেলা পরিষদও (৫০) এবার বিরোধী শূন্য। আর এই অসাধ্য সাধনের নেপথ্য নায়ক জেলার তৃণমূল সভাপতি তপন দাশগুপ্ত।

5/10

জলপাইগুড়ির দায়িত্ব পেয়েই ঘাসফুল ফুটিয়েছেন যুবনেতা সৌরভ চক্রবর্তি। এখানেও জেলা পরিষদ বিরোধী শূন্য  (জলপাইগুড়ি- ১৯)।

6/10

সিপিআই(এম)-সহ বামেরা একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে বাঁকুড়ায়। জেলা পরিষদে ফোটেনি পদ্মও। এই জয়ের সিংহভাগ কৃতিত্বের দাবিদার জেলা সভাধিপতি অরূপ খাঁ।

7/10

এবারের পঞ্চায়েতে  একসময়ের লালদূর্গ একেবারে ভেঙে চুরে তছনছ।  বিরোধী শূন্য বর্ধমান পূর্ব (৫৮)। তৃণমূলের এই ফলে  কৃতিত্বের দাবিদার জেলা সভাপতি তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।

8/10

নবগঠিত বর্ধমান পশ্চিমও এবার একেবারে বিরোধী শূন্য। জেলাপরিষদের ১৭ টি আসনের মধ্যে ১৭ টিতেই জয়ী শাসক দল। এই জেলায় দলের ব্যাটন ধরে যুগ্ম কৃতিত্বের দাবিদার ভি শিবদাসন এবং জিতেন্দ্র তিওয়ারি।

9/10

পশ্চিম মেদিনীপুরে (৫১) বিরোধী নিশ্চিহ্ন করে ‘নায়ক’ জেলার তৃণমূল সভাপতি অজিত মাইতি।

10/10

পূর্ব মেদিনীপুর (৬০) বরাবরই তৃণমূলের শক্ত ঘাঁটি। এবারের পঞ্চায়েত নির্বাচনেও এই জেলার অধিকার নিয়েছে অধিকারীরা।