7 Cleanest Cities In India: শুধু সাফসুতরোই নয়, দেশের এই সাত শহরের খাবারও জিভে লেগে থাকবে

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য ভারতের সাত শহর-ইন্দোর, সুরাট, নবি মুম্বই, অম্বিকাপুর, মাইসোর, বিজয়ওয়াড়া ও জামশেদপুর আলাদাই সুনাম অর্জন করেছে। শুধুমাত্র সাফসুতরোই নয়, এই শহরগুলির সুস্বাদু খাবারের জন্যও বিস্তর চর্চিত। দেখা নেওয়া যাক, এই শহরের কোন কোন খাবার মানুষের রসনাতৃপ্তিতে রসদ জুগিয়েছে।

Jun 16, 2023, 18:37 PM IST
1/7

জামশেদপুর

Jamshedpur

জামশেদপুর 'ভারতের স্টিল সিটি'। এই শহরে ছাতু বেশ জনপ্রিয়।

2/7

বিজয়ওয়াড়া

Vijayawada

অন্ধ্রপ্রদেশে শহর বিজয়ওয়াড়া। এই শহরটি কণক দুর্গা মন্দিরের জন্য পরিচিত। এখানকার বোরেলু  মিষ্টির আলাদাই চাহিদা।  

3/7

অম্বিকাপুর

Ambikapur

ছত্তিশগড়ের অম্বিকাপুর ঐতিহাসিক ভাবে প্রসিদ্ধ এক শহর। রামায়ণ এবং মহাভারতে রয়েছে এই শহরের উল্লেখ। তেমনই অড়হর ডাল ও কোচাই পাতা দিয়ে তৈরি ইধহার পদটি বেশ জনপ্রিয়।

4/7

মাইসোর

Mysore

প্রাসাদের শহর মাইসোর। এখানকার মশালা ধোসার জগৎ জোড়া নাম।

5/7

নবি মুম্বাই

Navi Mumbai

স্বপ্নের শহর মুম্বই। এখানকার বোম্বাই স্যান্ডউইচ, ভেলপুরী ও বড়াপাও একবার খেয়ে দেখবেন। এ স্বাদ ভোলা অসম্ভব। 

6/7

সুরাট

Surat

গুজরাটের শহর সুরাট। টেক্সটাইল শিল্পের পাশাপাশি এখানকার ঘারি নামের মিষ্টিও সমান ভাবে বিখ্যাত।

7/7

ইন্দোর

Indore

মধ্যপ্রদেশের শহর ইন্দোর। ষোড়শ শতকের শহরটি জাঁকজমকপূর্ণ প্রাসাদ, মন্দির ও মন্ত্রমুগ্ধকর উদ্যানের জন্য পরিচিত। তবে ইন্দোর বললেই, বলতে হবে, সেখানকার বিখ্যাত খাবারের কথা। এখানে পোহার সঙ্গে জিলিপি এবং সিঙারার কম্বো দারুণ জনপ্রিয়।