ঋদ্ধি-ঋষভ-সঞ্জু-রাহুল; দেশের সেরা উইকেটকিপার বেছে নিলেন সৌরভ

Nov 25, 2020, 21:40 PM IST
1/5

ঋদ্ধিমান সাহা, ঋষভ পন্থ, সঞ্জু স্যামসন এবং কেএল রাহুলের মধ্যে দেশের দুই সেরা উইকেট রক্ষককে বেছে নিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।  

2/5

ঋদ্ধিমান সাহা এবং ঋষভ পন্থ দেশের দুই সেরা উইকেটরক্ষক বলে দিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি। যিনি ভালো খেলবেন তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে সুযোগ পাবেন বলেও জানিয়ে দেন সৌরভ।

3/5

সৌরভ গাঙ্গুলির কথায়, অভিজ্ঞতা নিরিখে ঋষভ পন্থের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ঋদ্ধিমান সাহা। তবে দুই ক্রিকেটারের মধ্যে যে কোনও প্রতিযোগিতা থাকতে পারে তা বিশ্বাস করেন না সৌরভ।

4/5

২০২০  সালের আইপিএলে ভালো ফর্মে না থাকলেও পন্থের ব্যাটে যে আবার সুইং ফিরবে তা বিশ্বাস করেন সৌরভ গাঙ্গুলি।

5/5

বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির মতে, তরুণ ঋষভ পন্থের প্রতিভা অসাধারণ। তাকে সঠিক পথ দেখানোই মূল কাজ। সময় দিলে ঋষভ ভারতীয় দলের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন বলে মনে করেন সৌরভ।