অসমের পঞ্চায়েত ভোটে দাগ কাটতে পারল না তৃণমূল

Dec 13, 2018, 23:11 PM IST
1/6

কমলিকা সেনগুপ্ত: অসমে পঞ্চায়েত ভোটে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু নাগরিকপঞ্জি নিয়ে মাঠে নামলেও বাঙালিদের ভোট পেল না তারা। তৃণমূলের দাবি, ৬টি আসন জিতেছে তারা। 

2/6

অসমে ১৩টি জেলা পরিষদের আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল। লড়াই করেছে ৯টি জেলায়। ১০৭টি আসনে প্রার্থী দিয়েছিল ঘাসফুল। 

3/6

অসমের বাঙালি অধ্যুষিত বরাক উপত্যকায় গিয়ে প্রচারও করে এসেছিলেন তৃণমূলের সাংসদ শতাব্দী রায়, সিদ্দিকুল্লা চৌধুরীরা।  

4/6

কিন্তু ভোটের ময়দানে তেমন সুবিধা করতে পারল না তৃণমূল। নির্বাচন কমিশন প্রদত্ত তথ্য অনুযায়ী, একটাও আসন জিততে পারেনি তৃণমূল। 

5/6

তৃণমূলের মুখপাত্র প্রসেনজিত্ চৌধুরী দাবি করেছেন, ৬টি আসন জিতেছে দল।     

6/6

অসমে নাগরিকপঞ্জি নিয়ে জোর প্রচার চালিয়েছিল তৃণমূল। এমনকি যাঁরা বাদ পড়বেন, তাঁদের বাংলায় ঠাঁই দেওয়ার আশ্বাস দিয়েছিলেন সিদ্দিকুলা চৌধুরী। কিন্তু ভোটবাক্সে তার প্রতিফলন ঘটল না। প্রশ্ন উঠছে, তাহলে কি বাঙালিরাই মুখ ঘুরিয়ে নিল তৃণমূলের কাছ থেকে?