ফোর্বসের সর্বাধিক রোজগেরে সেলেবের তালিকায় ১ নম্বরে Kylie Jenner, রয়েছেন Messi, Ronaldo

Dec 16, 2020, 20:27 PM IST
1/10

ফোর্বসের সর্বাধিক রোজগেরে সেলেবের তালিকায় ১ নম্বরে মার্কিন রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব কাইলি জেনার (Kylie Jenner)। গত ১ বছরে রজার ফেডরার-র আয় ৫৯০ মিলিয়ন মার্কিন ডলার।

2/10

ফোর্বসের সর্বাধিক রোজগেরে সেলেবের তালিকায় ২ নম্বরে মার্কিন র‍্যাপার কেনি ওয়েস্ট (Kanye West)। গত ১ বছরে রজার ফেডরার-র আয় ১৭০ মিলিয়ন মার্কিন ডলার।

3/10

ফোর্বসের সর্বাধিক রোজগেরে সেলেবের তালিকায় ৩ নম্বরে টেনিস তারকা রজার ফেডরার (Roger Federer)। গত ১ বছরে রজার ফেডরার-র আয় ১০৬.৩ মিলিয়ন মার্কিন ডলার।

4/10

ফোর্বসের সর্বাধিক রোজগেরে সেলেবের তালিকায় ৪ নম্বরে পর্তুগালের ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। গত ১ বছরে রোনাল্ডো-র আয় ১০৪ মিলিয়ন মার্কিন ডলার।

5/10

ফোর্বসের সর্বাধিক রোজগেরে সেলেবের তালিকায় ৫ নম্বরে আমেরিকান আর্জেন্টিনার ফুটবলার লিওনেল মেসি (Lionel Messi)-র। গত ১ বছরে মেসি-র আয় ১০৪ মিলিয়ন মার্কিন ডলার।

6/10

ফোর্বসের সর্বাধিক রোজগেরে সেলেবের তালিকায় ৬ নম্বরে আমেরিকান অভিনেতা টাইলার পেরি (Tyler Perry)। গত ১ বছরে টাইলার পেরি-র আয় ৯৭ মিলিয়ন মার্কিন ডলার।

7/10

ফোর্বসের সর্বাধিক রোজগেরে সেলেবের তালিকায় ৭ নম্বরে ব্রাজিলের ফুটবল তারকা নেমার (Neymar)। গত ১ বছরে নেমার-এর আয় ৯৫.৫ মিলিয়ন মার্কিন ডলার।

8/10

ফোর্বসের সর্বাধিক রোজগেরে সেলেবের তালিকায় ৮ নম্বরে মার্কিন ধারাভাষ্যকার হাওয়ার্ড স্টার্ন (Howard Stern)।  গত ১ বছরে হাওয়ার্ড স্টার্ন-এর আয় ৯০ মিলিয়ন মার্কিন ডলার।

9/10

ফোর্বসের সর্বাধিক রোজগেরে সেলেবের তালিকায় ৯ নম্বরে মার্কিন বাস্কেটবল খেলোয়াড় লেব্রন জেমসের (LeBron James)। গত ১ বছরে লেব্রন জেমস-এর আয় ৮৮.২ মিলিয়ন মার্কিন ডলার।

10/10

১০ নম্বরে নাম রয়েছেন আমেরিকান এবং কানাডিয়ান অভিনেতা ডোয়াইন জনসন (Dwayne Johnson)এর। গত ১ বছরে ডোয়াইন-এর আয় ৮৭.৫ মিলিয়ন মার্কিন ডলার।