Kedernath: প্রবল বৃষ্টি ও ধসে বেহাল উত্তরাখণ্ড, কেদারনাথে আটকে বহু বাঙালি পর্যটক

Oct 19, 2021, 13:26 PM IST
1/6

মেঘভাঙা বৃষ্টি ও ধসে জেরবার উত্তরাখণ্ডের একটি বড় অংশ। নৈনিতাল, কেদারনাথের বহু এলাকায় জল জমে গিয়েছে। কেদারনাথে বেড়াতে গিয়ে ধ্বসে আটকে চুঁচুড়ার বেশ কয়েকজন পর্যটক।

2/6

হুগলির চুঁচুড়া পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চুমকি রায়ের পরিবার বেড়াতে গিয়েছিল কেদারনাথ। প্রবল বৃষ্টিতে সেখানেই তারা আটকে পড়েছেন। দুদিন ধরে খাবার, জল না পেয়ে প্রবল সমস্যায় পড়ছেন তাঁরা। প্রশাসনের কোনও সাহায্যেই তাঁরা পাচ্ছেন না বলে দাবি চুমকি রায়ের পরিবারের।  

3/6

এদিকে, ভারী বৃষ্টির সঙ্গে চলছে ঝড়। ফলে উদ্ধারকাজ প্রবল বাধাপ্রাপ্ত হচ্ছে। কেদারনাথে যে কপ্টার সার্ভিস ছিল তাও বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে কেদারনাথে আটকে রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক। 

4/6

গত ১৫ অক্টোবর রওনা হয়ে ১৭ অক্টোবর কেদারনাথে পৌঁছন চুমকি রায় ও তাঁর স্বামী বিশ্বজিত্ রায় ও তাদের মেয়ে অন্বেষা। তাদের সঙ্গে রয়েছেন আরও দুজন-অরিজিত্ শীল ও সত্যব্রত মুখোপাধ্য়ায়। ভারী বৃষ্টি শুরু হতেই শুরু হয় ধস।

5/6

অরিজিত্ ও সত্যব্রতবাবু ঝুঁকি নিয়ে গৌরীকুণ্ডে নেমে আসতে পারলেও চুমকিরা নামতে পারেননি।

6/6

কেদার, বদ্রী, গুপ্তকাশী হয়ে লখনউ পৌঁছনোর কথা ছিল ২৪ অক্টোবর। কিন্তু ধস ও বৃষ্টির জেরে আপাতত তাঁরা আটকে কেদারনাথে।