Trina Saha: ‘আবার বিয়ে’, সাত পাকে বাঁধা পড়ছেন তৃণা, পাত্রও চেনা...

Mar 01, 2023, 18:43 PM IST
1/6

শ্যুটিংয়ের মাঝে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ‘আবার বিয়ে’, তৃণা সাহার ইনস্টাগ্রাম প্রোফাইল খুললেই চোখে পড়ছে এই ক্যাপশন। সঙ্গে বিয়ের দিন সকালের একটি ছবি।  

2/6

শ্যুটিংয়ের মাঝে...

তৃণার পাশের পাত্রটিও সকলের চেনা। ছোটপর্দার জনপ্রিয় মুখ কৌশিক রায়।  

3/6

শ্যুটিংয়ের মাঝে...

আসলে ছবিটি শ্যুটিংয়ের। বালিঝড় ধারাবাহিকে বিয়ের পিঁড়িতে মহার্ঘ্য ও ঝোরা। সেই চরিত্রেই দেখা যায় কৌশিক ও তৃণাকে।  

4/6

শ্যুটিংয়ের মাঝে...

এর আগে খড়কুটো ধারাবাহিকেও একসঙ্গে দেখা গিয়েছিল কৌশিক ও তৃণাকে। তাঁদের চরিত্রের নাম ছিল সৌজন্য ও গুনগুন।  

5/6

শ্যুটিংয়ের মাঝে...

তুমুল জনপ্রিয়তা পেয়েছিল সৌগুন জুটি। বালিঝড় ধারাবাহিকেও তাঁদের একসঙ্গে বেশ পছন্দ করেছে দর্শক।  

6/6

শ্যুটিংয়ের মাঝে...

খড়কুটোর পর এবার বালিঝড়েও বিয়ের পিঁড়িতে অভিনেতা-অভিনেত্রী। তাই ক্যাপশনে কৌশিক লিখেছেন ‘আবার বিয়ে’।