Sandakphu Snowfall: বসন্তে তুষারপাত সান্দাকফুতে! পারদ নামল দার্জিলিংয়েও

Sandakphu Snowfall: বসন্তে বরফের চাদরে ঢাকল পাহাড়। ভারী তুষারপাত সান্দাকফুতে।  জানা গিয়েছে, মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে তুষারপাত সহ বৃষ্টিপাত। এদিকে, এক ধাক্কায় তাপমাত্রা নীচে নেমে গিয়েছে দার্জিলিং শহরেও।

Mar 20, 2024, 23:21 PM IST
1/6

সান্দাকফু তুষারপাত

সান্দাকফু তুষারপাত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্চের তৃতীয় সপ্তাহ চলছে এখন। বলতে গেলে ভরা বসন্ত। 

2/6

সান্দাকফু তুষারপাত

সান্দাকফু তুষারপাত

ভরা বসন্তের মাঝেই সান্দাকফুতে তুষারপাত এবং বৃষ্টিপাত। ফলে দার্জিলিং, কার্সিয়ং-এ জাঁকিয়ে পড়েছে ঠাণ্ডা।  

3/6

সান্দাকফু তুষারপাত

সান্দাকফু তুষারপাত

গতকাল গভীর রাত থেকে পাহাড়ে বৃষ্টিপাত এবং বজ্রঝড় চলেছে। ফলে এই ভরা বসন্ততেও শীতকালের মত ঠান্ডা দার্জিলিং এবং কার্সিয়ং-এ।

4/6

সান্দাকফু তুষারপাত

সান্দাকফু তুষারপাত

সান্দাকফুতে শেষ তুষারপাত হয়েছিল ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে। 

5/6

সান্দাকফু তুষারপাত

সান্দাকফু তুষারপাত

গতকাল সন্ধ্যা পর্যন্ত সান্দাকফুতে খুব সুন্দর আবহাওয়া ছিল। এর পাশাপাশি মনোরম পরিবেশও ছিল।

6/6

সান্দাকফু তুষারপাত

সান্দাকফু তুষারপাত

কিন্তু অনিশ্চিতভাবে বৃষ্টিপাত শুরু হওয়ায় স্থানীয়রা খুব খুশি হয়। কারণ তাঁরা মনে করেন এর ফলে জলের সংকট কিছুটা কমবে।