গুগলে চাকরি পেতে চান? এই প্রশ্নগুলির উত্তর আপনার জানা আছে তো!

Jun 03, 2018, 11:27 AM IST
1/11

Google Main

Google Main

গুগলে চাকরি করার স্বপ্নটা তরুণ প্রজন্মের অনেকেই দেখেন। কিন্তু গুগল-এর ইন্টারভিউ-এ একজন প্রার্থিকে কি ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হয় জানেন? একবার দেখে নিন তো এই প্রশ্নগুলির উত্তর আপনার জানা আছে কিনা!

2/11

Google ১)

Google ১)

২০১৬-র জানুয়ারিতে এই প্রশ্নটি করা হয়: HTML 5-এর গুরুত্ব এবং কার্যকারীতা নিজের ঠাকুরমাকে কী ভাবে বোঝাবেন?

3/11

Google ২)

Google ২)

২০১৫-র ডিসেম্বরে এই প্রশ্নটি করা হয়: আপনাকে ১ বিলিয়ান ডলার (প্রায় ৬,৭৫০ কোটি টাকা) দেওয়া হলে তা দিয়ে মানবসভ্যতার সবচেয়ে বড় সমস্যার সমাধান কী করে করবেন?

4/11

Google ৩)

Google ৩)

‘গেটওয়ে অফ ইন্ডিয়া’র (মুম্বই) সামনে দাঁড়িয়ে থাকা কোনও ব্যক্তিকে ইন্ডিয়া গেট (দিল্লি) যাওরার নির্দেশ গুগল ম্যাপের সাহায্যে কী ভাবে বোঝাবেন?

5/11

Google ৪)

Google ৪)

২০১৫-র ফেব্রুয়ারি এই প্রশ্নটি করা হয়: যদি কোনও ব্যাঙ্কের ডেটাবেস আপনাকে দেওয়া হলে সেটির সাহায্যে কী ভাবে একটি এটিএম মেশিন জিডাইন করবেন যা প্রবীণ নাগরিকদের জন্যেও সহজবোধ্য হবে?

6/11

Google6

Google6

২০১৫-র নভেম্বরে এই প্রশ্নটি করা হয়: সানফ্র্যান্সিস্কোর শহরতলির মানুষের যে আশ্রহীনতার সমস্যা রয়েছে, তার সমাধান করবেন কী করে?

7/11

Google7

Google7

২০১৪-র নভেম্বরে এই প্রশ্নটি করা হয়: কোনও বিল্ডিংয়ের আপতকালীন প্রস্থানের পথ পরিকল্পনা (ডিজাইন) করুন।

8/11

Google8

Google8

২০১৫-র সেপ্টেম্বরে এই প্রশ্নটি করা হয়: একটি কয়েনকে ১০০০ বার ‘টস’ করায় ৫৬০ বার ‘হেড’ পড়েছে। আপনি কি কয়েনটিকে পক্ষপাতদুষ্ট বলে মনে করেন?

9/11

Google9

Google9

মে, ২০১৪-এ এই প্রশ্নটি করা হয়: খড়ের গাদার মধ্যে থেকে একটি সুঁচ খুঁজে বের করতে কী কী উপায় ভাবতে পারেন?

10/11

Google10

Google10

দিনে কতবার ঘড়ির তিনটি কাঁটা একে অপরকে অতিক্রম করে?

11/11

Google11

Google11

একটি লাঠিকে ৩টি টুকরো করে ত্রিভুজ তৈরি সম্ভাবনা কতটা?