কিং কোহলির আরও একটা শতরান, শনিবার কটা রেকর্ড ভেঙে গড়াগড়ি খেল

Oct 27, 2018, 23:17 PM IST
1/10

কিং কোহলির রেকর্ড

kohli_10

প্রথম ভারতীয় হিসেবে লাগাতার তিনটি শতরান করলেন বিরাট কোহলি। তাঁর আগে কুমার সঙ্গাকারা। সঙ্গাকারার দখলে লাগাতার চারটি সেঞ্চুরি।  

2/10

কিং কোহলির রেকর্ড

kohli_9

ঘরের মাঠে আবার বিরাট কোহলি লাগাতার চারটি শতরান করলেন। 

3/10

কিং কোহলির রেকর্ড

kohli_8

প্রথম অধিনায়ক হিসেবে সেঞ্চুরির হ্যাটট্রিক। 

4/10

কিং কোহলির রেকর্ড

kohli_7

প্রথম ক্রিকেটার হিসেবে একই বিপক্ষের (উইন্ডিজ) বিরুদ্ধে পরপর ৪টি শতরান বিরাটের।   

5/10

কিং কোহলির রেকর্ড

kohli_6

২০১৭ সালে কোহলির শতরান ১১। ২০১৮ সালে ১০টি শতরান। সবমিলিয়ে ২ বছরে ২১টি সেঞ্চুরি। দু'বছরে সচিন হাঁকিয়েছিলেন ২০টি শতরান। সেই রেকর্ড ভাঙলেন কোহলি।   

6/10

কিং কোহলির রেকর্ড

kohli_5

একদিনের ক্রিকেটে ৩৮ তম শতরান করলেন বিরাট। তাঁর আগে শুধুমাত্র সচিন তেন্ডুলকর। ৪৯টি সেঞ্চুরি রয়েছে সচিনের। 

7/10

কিং কোহলির রেকর্ড

kohli_4

আন্তর্জাতিক ক্রিকেটে মোট সেঞ্চুরির নিরিখে বিরাটের আগে রয়েছেন সচিন (১০০), রিকি পন্টিং (৭১)ও সঙ্গাকারা (৬৩)। ফলে সচিনের সেঞ্চুরির সেঞ্চুরি রেকর্ড বিরাট ভাঙতে পারেন কিনা, সেটাই এখন দেখার।  

8/10

কিং কোহলির রেকর্ড

kohli_3

একদিনের ক্রিকেটে শেষ ১০টি ইনিংসে বিরাটের রান ৯৯৭। ১০ ইনিংসে যে কোনও দেশের ক্রিকেটারের ক্ষেত্রে এটাই সর্বোচ্চ।

9/10

কিং কোহলির রেকর্ড

kohli_2

২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে ৩৪০০ রানের বেশি করেছেন বিরাট। গড় ৯৮.৫। 

10/10

কিং কোহলির রেকর্ড

kohli_1

চলতি বছরেই বিরাট করেছেন ১১৪৬ রান। গড় ১৬৭.১৫।