টুইটার এনগেজমেন্টে কোহলিকে পিছনে ফেলে দিলেন মোদী-রাহুল

Nov 25, 2020, 17:34 PM IST
1/6

টুইটারে এনগেজমেন্টের বিচারে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে হারিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।  

2/6

টুইটার এনগেজমেন্ট হল একটি নির্দিষ্ট সময়কালে যত ব্যক্তি, কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের টুইট লাইক, কমেন্ট এবং শেয়ার করেন তার সর্ব মোট হিসাব।  

3/6

অক্টোবর মাসের বিচারে দেখা গিয়েছে টুইটারে বিরাট কোহলির অ্যাকাউন্টে এনগেজমেন্ট ছিল ২৪,৬৫,৯১৮।  

4/6

অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইটার একাউন্টে এনগেজমেন্ট ছিল ৭২,১৫,৯১৩।

5/6

রাহুল গান্ধীর টুইটার অ্যাকাউন্টে অক্টোবর মাসে এনগেজমেন্ট ছিল ৩৫,৫৩,৮২৫।  

6/6

এমনিতেই সোশ্যাল মিডিয়ায় নিয়মিত প্রধানমন্ত্রীর পোস্ট দেখতে পাওয়া যায়। একাধিক ইস্যুতে এনগেজমেন্ট বেশি থাকে। রাজনৈতিক উত্তাপ বাড়লেই রাহুল গান্ধী টুইটার অ্যাকাউন্টে ঝড় তোলেন। অক্টোবর মাসে আইপিএল ছিল সেই কারণে হয়তো বিরাট কোহলির অ্যাকাউন্টে তেমন ভিড় জমেনি।