পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারের দাবি, বীরেন্দ্র শেহবাগ ভুল দলের হয়ে খেলেছেন

May 09, 2020, 17:24 PM IST
1/5

বীরুকে নিয়ে মন্তব্য লতিফের

বীরুকে নিয়ে মন্তব্য লতিফের

বীরেন্দ্র শেহবাগ ভুল দলের হয়ে খেলেছেন। অন্য কোনও দলের হয়ে খেললে তিনি আরও সফল হয়ে কেরিয়ার শেষ করতে পারতেন। এমনই মন্তব্য করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রশিদ লতিফ।

2/5

বীরুকে নিয়ে মন্তব্য লতিফের

বীরুকে নিয়ে মন্তব্য লতিফের

সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্ণণের মতো তারকাদের সঙ্গে খেলেও নিজের আলাদা পরিচয় তৈরি করতে পেরেছিলেন শেহবাগ। তবে অন্য কোনও দলের হয়ে খেললে আরও নামী ক্রিকেটার হচে পারতেন বীরু। বলেছেন রশিদ।

3/5

বীরুকে নিয়ে মন্তব্য লতিফের

বীরুকে নিয়ে মন্তব্য লতিফের

তিনি আরও বলেন, টেস্ট ও একদিনের ক্রিকেটে সমান তালে ব্যাট চালিয়ে খেলত বীরু। তবুও দশ হাজার রান করতে পারেনি। অন্য দলের হয়ে খেললে হয়তো এমন হত না। ও আরও উঁচুতে থেকে কেরিয়ার শেষ করত। এই দলে ও সচিন, দ্রাবিড়ের ছায়ায় ঢেকে যেত।

4/5

বীরুকে নিয়ে মন্তব্য লতিফের

বীরুকে নিয়ে মন্তব্য লতিফের

রশিদ আরও বলেছেন, গ্লেন ম্যাকগ্রা, শোয়েব আখতার, ব্রেট লিদের মতো পেসারদের ভয়ডরহীন হয়ে খেলতেন বীরু। আর এটাই ছিল শেহবাগেপ প্লাস পয়েন্ট। ব্যাটিংয়ের সময় কারও তোয়াক্কা করতেন না।

5/5

বীরুকে নিয়ে মন্তব্য লতিফের

বীরুকে নিয়ে মন্তব্য লতিফের

টেস্ট ক্রিকেটে প্রায় সাডে় আট হাজার রান রয়েছে শেহবাগের। তবে কেরিয়ার শেষে দশ হাজার রানের মাইলস্টোন ছুঁতে পারেননি শেহবাগ। আর সেই জন্য রশিদ লতিফ আফসোস করছেন।