চণ্ডীমন্দিরে পুজো দিয়ে মনোনয়ন জমা Yash -র, BJP-প্রার্থীর মিছিলে Puja Banerjee

Mar 20, 2021, 17:35 PM IST
1/7

চণ্ডীমন্দিরে পুজো দিয়ে শনিবার মিছিল করে মনোনয়ন পত্র জমা দিলে হুগলির চণ্ডীতলা কেন্দ্রের BJP প্রার্থী যশ দাশগুপ্ত। যশের মিছিলে ছিলেন রাজ্যে নিযুক্ত বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

2/7

শনিবার হুগলির চণ্ডীতলায় যশের মিছিলে উপস্থিত ছিলেন অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। 

3/7

মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় প্রায় সর্বক্ষণ অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি প্রার্থী যশের পাশে পাশে থাকতে দেখা যায়। 

4/7

এদিন মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় Zee নিউজকে দেওয়া সাক্ষাৎকারে যশ বলেন,  এটা তৃণমূলের গড় কিন্তু এখানে কলেজ নেই। যুবক-যুবতীরা পড়াশোনা করবে কীভাবে? ওঁরা বলছে খেলা হবে, আর আমরা চাকরি চাই, পড়াশোনা চাই।''    

5/7

যশ আরও বলেন, ''আমরা চাই সোনার বাংলা গড়তে, উন্নয়ন করতে। আর মানুষ সেটাই চান। আমি রাজনীতি বুঝি না, শুধু জানি, আমার মন স্বচ্ছ। মানুষের জন্য কাজ করতে চাই।''

6/7

যশের কথায়, ''বড়রা আমার পাশে আছেন। আমি মানুষের কাছে পৌঁছতে চাই। আমার কোনও স্ট্র্যাটেজি নেই। শুধু মানুষের ভালোবাসা পেতে চাই। ''

7/7

যশ আরও বলেন, ''আমরা কাটমানিতে বিশ্বাস করি না। আমার দিদিকে চাই দাদাকে চাই বলে লিঙ্গ বৈষম্য তুলে ধরতে চাই না। শুধু চাই বাংলার মেয়েদের নিরাপত্তা। ধর্ষণের ঘটনা ঘটলে ওঁরা টাকা দিয়েই খান্ত হয়ে যায়, বাংলার মেয়েরা নিরাপদে থাকুক সেটাই চাই। ''