চুঁচুড়ায় তৃণমূল প্রার্থী অসিত মজুমদারের সমর্থনে Jaya-র রোড শো

Apr 07, 2021, 18:20 PM IST
1/5

চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অসিত মজুমদারের সমর্থনে রোড শো করলেন জয়া বচ্চন। 

2/5

ফুল আর নীল-সাদা বেলুন দিয়ে সাজানো সুসজ্জিত হুডখোলা গাড়িতে তৃণমূল প্রার্থী অসিত মজুমদারকে পাশে নিয়েই রোড শো করেন জয়া। 

3/5

 হুগলির সাহাগঞ্জ থেকে শুরু হয়ে বাঁশবেড়িয়া রোড ধরে ব্যান্ডেল চার্চ, চকবাজার, পিপুলপাতি, চুঁচুড়া হয়ে তালডাঙা পর্যন্ত এই রোড শো চলে। অংশ নেন স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা।

4/5

এদিন জয়া বচ্চনকে দেখতে রাস্তায় মানষের ঢল নামে। 

5/5

গত ৪ এপ্রিল তৃণমূল কংগ্রেসের হয়ে ভোট প্রচারে কলকাতায় এসেছেন বাংলার মেয়ে জয়া বচ্চন (ভাদুড়ি)।