খাঁ-খাঁ রোদে ভোট প্রচার, তারই মাঝে সবজি বাজারে ব্যস্ত TMC MP Nusrat

Apr 07, 2021, 18:57 PM IST
1/6

২০২১-এর বিধানসভা নির্বাচন চলছে। আপাতত ভোট প্রচারে ব্যস্ততার মধ্যেই কাটছে সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানের। পাশে অভিনয় জগতের ব্যস্ততা তো রয়েছেই। আবার সমান তালে পরিবারও সামলাতে হচ্ছে নুসরতকে। শুক্রবার ভোট প্রচারের মাঝেই সবজি বাজার করতে দেখা গেল তৃণমূল সাংসদ, অভিনেত্রীকে।

2/6

রাস্তা থেকে সাংসদ, অভিনেত্রীর সবজি বাজার করার মুহূর্ত লেন্সবন্দি হয়েছে। আর সেই ছবিই ছড়িয়ে পড়েছেন নুসরতের ফ্যান পেজের মাধ্যমে। 

3/6

ছবিগুলির ক্যাপশানে লেখা, ''একদিকে দায়িত্ববান সাংসদ অন্যদিকে পাকা গৃহিণী, আজ প্রচারের ফাঁকে সবজির দোকানে একটু সব্জি বাছাবাছি''।

4/6

প্রচারের ফাঁকেই গাড়ি থেকে নেমে, আম বাঙালির মতোই রাস্তায় হাঁটু গেড়ে বসে শাক, পটল, কুমড়ো , ঝিঙে সহ বিভিন্ন সবজি কিনতে দেখা গেল নুসরতকে। 

5/6

শুক্রবার বেহালা পূর্বের তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের হয়ে নির্বাচনী প্রচারে বের হয়েছিলেন নুসরত। প্রার্থী রত্না চট্টোপাধ্যায়কে পাশে নিয়ে হুড খোলা গাড়়িতে করে চলে ভোট প্রচার। 

6/6

তীব্র গরমের কথা মাথায় রেখেই হয়ত নুসরত পরেছিলেন বাদামি রঙের প্রিন্টেড সুতির শাড়ি আর কালো ফুল হাতা ব্লাউজ।