1/10
2/10
photos
TRENDING NOW
3/10
নোট বাতিলের সময় থেকেই আরবিআই তার গুরুত্ব হারিয়েছে বলে মত বিশেষজ্ঞদের। মোদীর জমানায় আরবিআই তার স্বাধীনতা হারিয়েছে। নোট বাতিলের ব্যাপারেও আরবিআইয়ের মতামত নেওয়া হয়নি বলে অভিযোগ বিরোধীদের। নোটবন্দির পর আরবিআই গভর্নরকে সাংবাদিক বৈঠকেও পাওয়া যায়নি। প্রতিবার অর্থ সচিব এসেই সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন।
4/10
5/10
6/10
7/10
8/10
রিজার্ভ ব্যাঙ্কের স্বাধীনতার পক্ষে সওয়াল করেছেন আরবিআইয়ের প্রাক্তন গভর্নর। এক টেলিভিশন সাক্ষাত্কারে মঙ্গলবার রঘুরাম রাজন বলেন, “রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রের সঙ্গে যে যুযুধান তৈরি হয়েছে, তা মিটতে পারে যদি স্বায়ত্তশাসন এবং ভাবনার পারস্পরিক সম্মানে।” গভর্নর উর্জিত প্যাটেলের পূর্বসূরী আরও বলেন, “দেশের স্বার্থে রিজার্ভ ব্যাঙ্কের স্বায়ত্তশাসনকে সম্মান জানানো উচিত''।
9/10
সরকারের প্রস্তাব নিয়ে আরবিআই ও সরকারপক্ষের মধ্যে নভেম্বর ম্যারাথন লড়াই চলে। সরকারের প্রতিনিধি হিসেবে ম্যারাথন বৈঠকে হাজির ছিলেন আর্থিক বিষয়ক সচিব সুভাষচন্দ্র গর্গ, আর্থিক পরিষেবা সচিব রাজীব কুমার ও স্বাধীন সদস্য এস গুরুমূর্তি। সরকারের বক্তব্য ছিল, অব্যাঙ্কিং সংস্থাগুলিকে নগদ অর্থের জোগান দেওয়ার ক্ষেত্রে নিয়ম শিথিল করা হোক। ছোট ব্যবসাগুলিকে ঋণ নেওয়ার ক্ষেত্রে জটিল নিয়ম থেকে রেহাই দেওয়া, আর্থিকভাবে দুর্বল ব্যাঙ্কগুলিকে স্বস্তি এবং আরবিআইয়ের উদ্বৃত্ত অর্থ কাজে লাগানো হোক।
10/10
photos