নন্দীগ্রামে সিআইডি তদন্তের কী হল? মমতার সামনে প্রশ্ন শুভেন্দুর

Dec 06, 2018, 22:07 PM IST
1/5

সুতপা সেন: বাম জমানায় নন্দীগ্রাম ও সিঙ্গুর থেকে উত্থান হয়েছিল তৃণমূলের। বহু মানুষকে খুন করে জলে ভাসিয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিল তত্কালীন বিরোধী দল। ক্ষমতায় আসার পর সেই নন্দীগ্রামকাণ্ডের তদন্তভার সিআইডি-র হাতে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

2/5

বৃহস্পতিবার দীঘায় প্রশাসনিক বৈঠকে সেই নন্দীগ্রাম তদন্তের কী হল, সেই প্রশ্ন মুখ্যমন্ত্রীর সামনে তোলেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

3/5

নন্দীগ্রাম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল শুভেন্দু অধিকারীর। সিআইডি তদন্ত করলেও তার রিপোর্ট এখনও আসেনি। কেন এই গড়িমসি, সেনিয়েই প্রশ্ন করেন শুভেন্দু।

4/5

রাজ্যের পরিবহণমন্ত্রী বলেন, ''নন্দীগ্রাম গণহত্যার তদন্তভার সিআইডি-র হাতে দেওয়া হলেও নিখোঁজদের কোনও তথ্য আজও মেলেনি''। 

5/5

শুভেন্দুর অভিযোগ পেয়ে তত্ক্ষণাত্ স্বরাষ্ট্রসচিব অত্রি ভট্টচার্যকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, দ্রুত তদন্ত শেষ করে রিপোর্ট পেশ করুক সিআইডি।