স্বাভাবিকের ৩ ডিগ্রি নীচে পারদ, সর্বনিম্ন Temperature ১০-এর নীচে, আজই শীতলতম দিন

Dec 20, 2020, 09:39 AM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : আরও নামল পারদ। সর্বনিম্ন তাপমাত্রা নেমে গেল স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে। জেলায় সর্বনিম্ন তাপামাত্রা নামল ১০-এরও নীচে। বড়দিনের আগেই জাঁকিয়ে শীত রাজ্যে। 

2/5

শনিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১৩.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। আজই মরশুমের শীতলতম দিন। 

3/5

রবিবাসরীয় সকালে কলকাতা সহ রাজ্য জবুথবু শীতে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মেঘমুক্ত পরিষ্কার আকাশে আরও নামতে পারে পারদ। ১১-তে নামতে পারে পারদ।

4/5

মঙ্গলবার পর্যন্ত এরকম জাঁকিয়ে শীত পরিস্থিতি থাকবে বলে পূর্বাভাস। তারপর আবার ধীরে ধীরে বাড়তে পারে কলকাতার তাপমাত্রা। বড়দিনের সময় ১৫ ডিগ্রির আশপাশে পারদ ঘোরাঘুরি করতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। 

5/5

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে উত্তর-পশ্চিম ভারতে লাগাতার শৈত্যপ্রবাহ চলছে। এর প্রভাবেই শীতল উত্তুরে হাওয়া ঢুকছে বাংলায়। ফলে নামছে পারদ। পশ্চিমী ঝঞ্ঝা না থাকায় উত্তরের শীতল হওয়া মধ্য ও পূর্ব ভারতের রাজ্যগুলিতে জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি করেছে।