‘তিন বছরের মধ্যে দেশ থেকে মুছে যাবে নকশালরা’

Oct 07, 2018, 16:32 PM IST
1/5

S 5

S 5

তিন বছরের মধ্যে দেশ থেকে নকশালরা মুছে যাবে। লখনউয়ে RAF এর অনুষ্ঠানে আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং। নকশালদের ওপরে হামলা করতে হবে দ্রুত তবে তা কখনওই তা বেপরোয়া হবে না বলে মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

2/5

S 4

S 4

সিআরপিএফের অন্য এক অনুষ্ঠানে রাজনাথ বলেন, বর্তমানে দেশে নকশাল অধ্যুসিত জেলার সংখ্যা ১২৬ থেকে কমে ১০-১২ হয়েছে।

3/5

S 3

S 3

সিআরপিএফ জওয়ানদের অনুষ্ঠানে রাজনাথ আরও বলেন, কঠিন পরিস্থিতির মধ্যে আপনারা যে কাজ করেন তার জন্য আপনাদের ধন্যবাদ। আগামী ২-৩ বছরের মধ্যেই নকশালরা দেশ থেকে মুছে যাবে।

4/5

S 2

S 2

রাজনাথ সিংয়ের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ১ বছরে জঙ্গি ও নকশাল মিলিয়ে ১৩১ জনকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। গ্রেফতার করা হয়েছে ১২৭৮ জনকে ও আত্মসমর্পণ করেছে ৫৮ জন।

5/5

s 1

s 1

RAF এর ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে রাজনাথ বলেন, পুলিস একটি সুসভ্য, শৃঙ্খলাপারয়ণ বাহিনী। তাদের আচরণ কখনও বেপরোয়া বা হিংস্র হবে না। সম্প্রতি লখনউয়ে অ্যাপেলের এক সেলস ম্যানেজারকে গুলি করে মারে পুলিস। এরকম এক  অবস্থায় রাজনাথের ওই মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।