১টা টিকিটে ৪ জন যাত্রী! 'আইআরসিটিসি' ই-টিকিটিং নিয়ে কয়েক লাখ টাকার জালিয়াতি
গত জানুয়ারি মাস থেকে এভাবে জালিয়াতি করে ১৫ লক্ষ ৪৭ হাজার ৩৬৫ টাকার টিকিট বিক্রি হয়েছে।
নিজস্ব প্রতিবেদন : ই-টিকিট নিয়ে জালিয়াতির অভিযোগে গ্রেফতার করা হল এক ট্রাভেল এজেন্সির দুই কর্ণধারকে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় রেল পুলিসের অপরাধ দমন শাখা। ধৃতদেন নাম মুনমুন রাউ ও বিশ্বজিত্ সিনহা।
আরও পড়ুন, বিয়ের ৮ মাসেও স্বামীর সঙ্গে 'সুসম্পর্ক' গড়ে ওঠেনি, মর্মান্তিক পরিণতি যুবতীর
এই দুই ট্রাভেল এজেন্ট রেলের ওয়েবসাইট হ্যাক করে টিকিট জালিয়াতি করছিল বলে অভিযোগ। অভিযোগ, এর জন্য শতাধিক ভুয়ো অ্যাকাউন্টও খোলা হয়। রেল পুলিশের ছয় সদস্যের তদন্তকারী দল কয়েকদিন ধরে ট্রাভেল এজেন্সির ওপর নজর রাখছিলেন। সোমবার মেদিনীপুর শহরে সংস্থার অফিসে হানা দেয় রেল পুলিস।
আরও পড়ুন, সন্তান শোকে স্ত্রীর নলি কেটে, মুখ চিরে দিয়ে খুন! আত্মহত্যার চেষ্টা স্বামীরও
অফিস থেকে দুটি কম্পিউটার, একটি প্রিন্টার, তিনটি মোবাইল ফোন ও নগদ ২ লক্ষ ৬ হাজার ৫০ টাকা বাজেয়াপ্ত করা হয়। উদ্ধার করা হয় ১২৫টি তত্কাল টিকিট। যার যাত্রীসংখ্যা ৫০০। প্রায় ৩ লাখ ৮৮ হাজার ৮০ টাকা টিকিট মূল্য এভাবে জালিয়াতি করা হয়েছে।
আরও পড়ুন, মদ কেনার ১০০ টাকা না পেতেই, স্ত্রীকে বাঁশপেটা স্বামীর
জানা গিয়েছে, গত জানুয়ারি মাস থেকে এভাবে জালিয়াতি করে ১৫ লক্ষ ৪৭ হাজার ৩৬৫ টাকার টিকিট বিক্রি হয়েছে। রেল সূত্রে খবর, রেড চিলি নামে একটি সফটওয়্যারের সাহায্যে এই জালিয়াতি চালানো হত। কারবার চলত আইআরসিটিসি-র বৈধ এজেন্ট সেজে।