গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু ২ শিশু সহ তিনজনের

হঠাত্ই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয়রা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

Updated By: Feb 17, 2018, 11:04 AM IST
গ্যাস সিলিন্ডার ফেটে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মৃত্যু ২ শিশু সহ তিনজনের

নিজস্ব প্রতিবেদন : গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড মুর্শিদাবাদে। ঘুমন্ত অবস্থাতেই আগুনে পুড়ে মৃত্যু হল ২ শিশু সহ তিনজনের।

শুক্রবার রাতে মুর্শিদাবাদের ইনায়েতপুরে নিজের বাড়িতেই ঘুমাচ্ছিলেন বছর তিরিশের গ্যারেজ মিস্ত্রি জাকির শেখ। তাঁর সঙ্গেই ঘুমাচ্ছিল দুই ভাগ্নে বছর দশেকের সাইদ ও বছর নয়ের সামিম। সেই সময়ই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। ঘুমের মধ্যেই আগুনের গ্রাসে প্রাণ হারান তিন জন।

স্থানীয়রা জানিয়েছেন, হঠাত্ই বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ছুটে গিয়ে তাঁরা দেখেন দাউ দাউ করে জ্বলছে জাকির শেখের বাড়ি। জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও তা ব্যর্থ হয়। গ্যাস সিলিন্ডার ফেটেই আগুন লাগে বলে দাবি এলাকাবাসীর।

আরও পড়ুন, হাওড়ার ডোমজুড়ে গোপন অস্ত্র কারখানা, উদ্ধার প্রচুর অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম

যদিও দমকল ও পুলিসের দাবি, ঘরের মধ্যে রাখা মোমবাতির আগুন থেকেই দুর্ঘটনাটি ঘটে।

.