ক্লাসরুমে ঢুকে পড়ল বিশাল সাপ, পড়িমড়ি করে ছুট পড়ুয়াদের

সাপটি লম্বায় প্রায় ৭ ফিট।

Updated By: Dec 2, 2019, 07:13 PM IST
ক্লাসরুমে ঢুকে পড়ল বিশাল সাপ, পড়িমড়ি করে ছুট পড়ুয়াদের

নিজস্ব প্রতিবেদন : ক্লাসরুমে ঢুকে পড়ল দাঁড়াশ সাপ। পড়া ফেলে ছুটে পালাল পড়ুয়ার দল। এই ছবি ক্যামেরাবন্দি হয়েছে জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের পুটিমারি এলাকায় অবস্থিত মথুরামোহন হাইস্কুলে।

জানা গিয়েছে, এদিন স্কুলে তখন ক্লাস চলছিল। সেইসময় ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়ে দাঁড়াশ সাপটি। বিশালাকার সাপটিকে দেখে ভয়ে চেঁচিয়ে ওঠে পড়ুয়ার দল। বইখাতা ফেলে ছুটে পালায় ক্লাস থেকে। আতঙ্কিত হয়ে পড়ে ছাত্রছাত্রীরা। স্কুলে সাপ ঢোকার ঘটনায় সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় স্থানীয় পরিবেশ কর্মীকে।

আরও পড়ুন, কম নম্বর পেয়েও কী করে পেলেন চাকরি? নিয়োগ দুর্নীতিতে SSC-র কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

আরও পড়ুন, কথা-সুর বদলে নন্দন মেলায় 'বিকৃত রবীন্দ্রসঙ্গীত' পরিবেশন বিশ্বভারতীর পড়ুয়াদের

খবর পেয়ে স্কুলে আসেন পরিবেশ কর্মী নন্দু রায়। তিনি এসে সাপটি ধরেন। তারপর জঙ্গলে ছেড়ে দিয়ে আসেন। সাপটি লম্বায় প্রায় ৭ ফিট। উল্লেখ্য, দাঁড়াশ সাপ নির্বিষ। এরা মূলত ইদুর খায়। কিন্তু, ক্লাসরুমে সাপ দেখে কে না ভয় পাবে? আতঙ্কে পড়িমড়ি পড়ে যায় পড়ুয়াদের মধ্যে। তারা তখন ক্লাস ফেলে পালাতে পারলে বাঁচে।

.