২০১২ সালে কনস্টেবল অসীম দামের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ৭

সাড়ে ছয় বছর পর বিচার মিলল। দোষী সাব্যস্ত হল অসীম দাম হত্যায় যুক্তরা। 

Updated By: Nov 14, 2018, 06:38 PM IST
২০১২ সালে কনস্টেবল অসীম দামের খুনের ঘটনায় দোষী সাব্যস্ত ৭
ইনসেটে- অসীম দাম

নিজস্ব প্রতিবেদন:  পুলিস কনস্টেবল অসীম দাম হত্যাকাণ্ডে  দোষী সাব্যস্ত সাত জন। এখনও ফেরার এক। সাজাঘোষণা আগামিকাল। সাড়ে ছ বছর পর রায় দিল আদালত।

আরও পড়ুন: জঙ্গলমহল থেকে মাওবাদী সন্দেহে গ্রেফতার ৪

সাড়ে ছয় বছর পর বিচার মিলল। দোষী সাব্যস্ত হল অসীম দাম হত্যায় যুক্তরা। ২০১২  সালের দোলের দিন,  উত্তর ২৪ পরগনার বিশড়পাড়া  এলাকায় রঙ মাখানোর অছিলায়  ভাগ্নির শ্লীলতাহানির প্রতিবাদ করেছিলেন পুলিস কনস্টেবল অসীম দাম। ৮ জন  মিলে তাঁকে লোহার রড, ভোজালি, হকিস্টিক দিয়ে পিটিয়ে, কুপিয়ে খুন করে। প্রচণ্ড মারধর করা হয় তাঁর পরিবারের অন্যদেরও। এমনকী অসীম দামের সময়মতো চিকিত্সাতেও বাধা দেয় অপরাধীরা।

আরও পড়ুন: নাম না করে অনুব্রতকে ‘কুকুর’ বললেন দিলীপ, পাল্টা আক্রমণে কেষ্টও

তাঁরই শ্লীলাহানি রুখতে গিয়ে প্রাণ দিয়েছিলেন তাঁর বড় মামা। দুহাজার বারোর মার্চ মাস থেকে দুহাজার আঠারোর নভেম্বর। সাড়ে ছ বছরেরও বেশি  সময় ধরে মামার অসহায় মৃত্যু কুড়ে কুড়ে খেয়েছে। বুধবার বারাকপুর ফোর্থ ট্রাক আদালতে রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই  দগদগে সেই ক্ষতে যেন কিছুটা উপশম হল। এখনও অধরা জব্বর ঘোষ। সাতজন দোষী সাব্যস্ত হলেও আতঙ্ক তাই থেকেই যাচ্ছে।

আরও পড়ুন- বীরভূমে ফের তৃণমূল নেতার দাদাগিরি, ব্লক সভাপতির বিরুদ্ধে অভিযোগ পুলিসেরই!

.