ঝাড়গ্রামের বৈতায় কংসাবতী নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি

ঝাড়গ্রামের বৈতায় কংসাবতী নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি। শেখ মেহবুল আলি নামে ওই ব্যাক্তি বালি খাদান চালাতেন। ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ অবৈধ ভাবে বালি তোলার জন্য নদীর চড়ে বহু জায়গায় বড় বড় কুয়ো তৈরি হয়েছে। সেখানে যে কেউ তলিয়ে যেতে পারেন।

Updated By: May 13, 2017, 09:25 AM IST
ঝাড়গ্রামের বৈতায় কংসাবতী নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি

ওয়েব ডেস্ক: ঝাড়গ্রামের বৈতায় কংসাবতী নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি। শেখ মেহবুল আলি নামে ওই ব্যাক্তি বালি খাদান চালাতেন। ঘটনার পরেই উত্তেজনা ছড়ায় এলাকায়। স্থানীয়দের অভিযোগ অবৈধ ভাবে বালি তোলার জন্য নদীর চড়ে বহু জায়গায় বড় বড় কুয়ো তৈরি হয়েছে। সেখানে যে কেউ তলিয়ে যেতে পারেন।

আরও পড়ুন দেড় কোটি টাকার সোনার বিস্কুটের পর এবার উদ্ধার হল প্রচুর রুপোর গয়না

এমন ঘটনা য়ে ঘটার, সেটা আগে থেকেই বুঝতে পারছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু কেউই এর জন্য কোনও ব্যবস্থা নেয়নি। রাত পর্যন্ত অনেক চেষ্টা করেও, খোঁজ মেলেনি তলিয়ে যাওয়া ব্যক্তি। এর ফলে কলকাতা থেকে ডুবুরিদের ডাকা হচ্ছে।

আরও পড়ুন  চাঁদার জুলুমের মর্মান্তিক মাসুল গুণলেন মহিলা

.