West Midnapore: চলন্ত গাড়িতে আগুন জাতীয় সড়কে, চাঞ্চল্য এলাকায়

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপরই ডেবরা থানা এবং খড়গপুরের দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। যদিও দমকল বাহিনী আসার আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। 

Updated By: Jun 23, 2022, 09:16 AM IST
West Midnapore: চলন্ত গাড়িতে আগুন জাতীয় সড়কে, চাঞ্চল্য এলাকায়
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: ডেবরায় জাতীয় সড়কে চলন্ত গাড়িতে আগুন। অল্পের জন্য প্রাণে বাঁচলেন গাড়ির চালক।

চলন্ত গাড়িতে আগুন লাগার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অল্পের জন্য প্রাণে বাঁচলেন চালক। বুধবার রাত ১০ টা নাগাদ ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার ১৬ নম্বর জাতীয় সড়কের ধামতোর এলাকায়। 

সূত্র মারফত জানা গিয়েছে,বুধবার রাতে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে কলকাতা থেকে খড়গপুরের দিকে যাচ্ছিল গাড়িটি। সেই সময় ডেবরা থানার ধামতোর এলাকায় পৌঁছেতেই হঠাৎই গাড়িতে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলে ওঠে গোটা গাড়িটি। প্রাণ বাঁচাতে গাড়ি থেকে লাফ দিয়ে বাইরে আসেন চালক।

আরও পড়ুন: Weather Today: প্রবল বৃষ্টির সর্তকতা উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তারপরই ডেবরা থানা এবং খড়গপুরের দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। যদিও দমকল বাহিনী আসার আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। 

এই ঘটনার পরে ঘটনাস্থলে এসে ডেবরা থানার পুলিস গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায়। এর পাশাপাশি কি কারনে গাড়িটিতে আগুন লাগল সেই বিষয় খতিয়ে দেখছে ডেবরা থানার আধিকারিকরা।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.