পৌষমেলায় স্টল বুকিংয়ে দুর্নীতি রুখতে আধার লিঙ্ক আবশ্যক করল কর্তৃপক্ষ

এবার পৌষ মেলার প্লট বুকিংয়ের ক্ষেত্রে কালোবাজারি রুখতে আধার কার্ড জমা দেওয়া আবশ্যক করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্লট বুকিং করতে গেলে মালিককে খোদ গিয়ে আধার কার্ড জমা দিয়ে প্লট নিতে হচ্ছে।

Updated By: Dec 17, 2017, 07:59 PM IST
পৌষমেলায় স্টল বুকিংয়ে দুর্নীতি রুখতে আধার লিঙ্ক আবশ্যক করল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদন : পৌষ মেলায় স্টল বণ্টন ঘিরে দূর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই। এবার সেই দূর্নীতি রুখতে কড়া পদক্ষেপ নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। আধার লিঙ্ক ছাড়া কোনও স্টলের বরাত নয় এবার স্পস্ট জানিয়ে দিল কর্তৃপক্ষ।। ফলে দূর্নিতীতে অনেকটাই রাস টানা যাবে বলে আশাবাদী সব মহল।

আরও পড়ুন- আজ মরশুমের শীতলতম দিন, জাঁকিয়ে শীত আগামী সপ্তাহেই

এবার পৌষ মেলার প্লট বুকিংয়ের ক্ষেত্রে কালোবাজারি রুখতে আধার কার্ড জমা দেওয়া আবশ্যক করল বিশ্বভারতী কর্তৃপক্ষ। প্লট বুকিং করতে গেলে মালিককে খোদ গিয়ে আধার কার্ড জমা দিয়ে প্লট নিতে হচ্ছে। এছাড়া, এক ব্যাক্তি যাতে একাধিক প্লট বুকিং করতে না পারে সেই বিষয়েও নজরদারি চালাতে বুকিং কাউন্টারে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রসঙ্গত, পৌষমেলায় এক ব্যাক্তি একাধিক প্লট বুকিং করে রেখে বহিরাগতদের কাছে বেশি টাকায় তা বিক্রি করার অভিযোগ ছিল দীর্ঘদিনের। এবার প্লট বুকিংয়ে দালাল চক্র রুখতে আধার কার্ড লিঙ্ক আবশ্যক করা হল। এতে খুশি মেলায় আগত ব্যবসায়ীরা। প্রসঙ্গত, গত বছর ৯৫০টি স্টল ছিল পৌষ মেলায়। এবার তা বেড়ে হচ্ছে ১৪৫০টি।

.