যুবকের পেট থেকে বেরল ১০ সেন্টিমিটারের পেরেক!

গত  ১২ ই নভেম্বর জেলা হাসপাতালে ভর্তি করা হয় তরুণ রবি দাস নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে।

Updated By: Nov 22, 2018, 06:04 PM IST
যুবকের পেট থেকে বেরল ১০ সেন্টিমিটারের পেরেক!

নিজস্ব প্রতিবেদন:  বালুরঘাট হাসপাতালে  আবার সাফল্য চিকিত্সকদের।  মানসিক ভারসাম্যহীন রোগীর পেট থেকে বার করা হল ১০ সেন্টিমিটারের লোহার পেরেক ।

গত  ১২ ই নভেম্বর জেলা হাসপাতালে ভর্তি করা হয় তরুণ রবি দাস নামে এক মানসিক ভারসাম্যহীন যুবককে। তীব্র পেটে ব্যথা ও বমি উপসর্গ  নিয়ে হাসপাতালে ভর্তি হয় সে।  দ্রুত ভর্তি করা হয় সুপারস্পেশালিটি হাসপাতালে। সেখানকার চিকিত্সকরা আল্ট্রা সনোগ্রাফি করতেই বেরিয়ে আসে আসল সত্য । দেখা যায়, রোগীর পেটে রয়েছে প্রায় ১০ সেন্টিমিটার লম্বা লোহার পেরেক।

আরও পড়ুন: সদ্যোজাতর মৃত্যু ঘিরে ধুন্ধুমার সুপার স্পেশালিটি হাসপাতালে!

দ্রুত অপারেশন করার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা।   বিশিষ্ট শল্য চিকিত্সক অভিজিত্ বকশি সাফল্যের সঙ্গে  কপোরেশন করেন। প্রাথমিকভাবে  কিছু সমস্যা দেখা দেয় রোগীর ।   মাস আটেক আগে একই সমস্যা হয়েছিল তার । সেই সময় লোহার চামচ ও আরও কিছু পেরেক খেয়ে ফেলেছিল তরুণ রবিদাস।

আরও পড়ুন: মালয়েশিয়ায় পুলিসের জাল থেকে বাংলার শ্রমিককে ফেরানোর উদ্যোগ

 মালদা জেলা হাসপাতালে সেসময় চিকিত্সা হয় ।   দ্বিতীয় বার একই অপারেশন করতে গিয়ে জটিল সমস্যার সম্মুখীন হন বালুরঘাট জেলা হাসপাতালের চিকিত্সকরা ।   বর্তমানে তরুণ রবিদাসের অবস্থা স্থিতিশীল । খুশি পরিবার।

.