চিকিত্সায় গাফিলতি, প্রসূতি মৃত্যু, উত্তেজনা জলপাইগুড়ি সদর হাসপাতালে

Updated By: Oct 8, 2017, 12:31 PM IST
চিকিত্সায় গাফিলতি, প্রসূতি মৃত্যু, উত্তেজনা জলপাইগুড়ি সদর হাসপাতালে

ওয়েব ডেস্ক : চিকিত্সায় গাফিলতির অভিযোগ। প্রসূতি মৃত্যু ঘিরে উত্তেজনা জলপাইগুড়ি সদর হাসপাতালে। বিক্ষোভ রোগীর পরিবার পরিজনের।

শালবাড়ির বাসিন্দা ভারতী রায় প্রসবযন্ত্রণা নিয়ে বৃহস্পতিবার ভর্তি হন জলপাইগুড়ি হাসপাতালে। সিজার করে পুত্র সন্তানের জন্ম দেন শনিবার। কিন্তু, সন্ধের পর বমি করতে গিয়ে সেলাই ছিঁড়ে যায় ভারতীর। অবিরাম রক্তপাত চলতেই থাকে। অভিযোগ, নজর দেননি কর্তব্যরত নার্স। ভারতীর পরিবারের লোকজনকেও ঢুকতে দেওয়া হয়নি।

গভীর রাতে তাঁকে ICCU তে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। তারপরই ক্ষোভে ফেটে পড়েন পরিবাবের লোকজন। বিচার চেয়ে হাসপাতাল সুপার ও থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।  চিকিত্সা গাফিলতি আছে কিনা খতিয়ে দেখতে ৩ সদস্যের টিম গড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন, বিবাহ বহির্ভূত সম্পর্ক জেনে ফেলায় শ্বশুরকে খুন করল বৌমা ও প্রেমিক

.