Mamata in North Bengal: পাহাড়ে অধিকাংশ দলই জিটিএ-র নির্বাচন চায়: মমতা

মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েতের জন্য বহুবার আমরা কেন্দ্রকে লিখেছি। আরও লিখব

Updated By: Mar 28, 2022, 05:32 PM IST
Mamata in North Bengal: পাহাড়ে অধিকাংশ দলই জিটিএ-র নির্বাচন চায়: মমতা

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের লক্ষ্যই ছিল জিটিএ-র ভোট করার ব্যপারে আলোচনা করা। রবিবার পাহাড়ের প্রায় সবকটি দলের সঙ্গে এনিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক শেষ মুখ্যমন্ত্রী বলেন, সকলেই চাইছেন জিটিএর নির্বাচন হোক। দার্জিলংয়ে পুরভোটে হয়েছে। মে মাসে আরও ২-৩ পুরসভার ভোট হয়ে যাবে।

মুখ্যমন্ত্রী বলেন, জিটিএ নির্বাচন হোক চান অনীত থাপা। তবে রোশন গিরির দাবি তাঁর কিছু সাজেশন রয়েছে। বাকী দলগুলির ভোটের ব্যাপারে কোনও আপত্তি নেই। তাদের বক্তব্য পাহাড়ে তারা শান্তি চান। ভোটের ব্যাপারে সব ধরনের সহযোগিতা করবেন।  নির্বাচনের মাধ্যমেই পাহাড়ের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করুন, এটাই আমি চাই। আাগামী ২-৩ মাসের মধ্য়েই জিটিএর ভোট শেষ হয়ে যাবে।

রাজ্যের সব জায়গায় ত্রিস্তর পঞ্চায়েত থাকলেও দার্জিলিংয়ে রয়েছে দ্বিস্তর পঞ্চায়েত। মুখ্যমন্ত্রী বলেন, পাহাড়ে ত্রিস্তর পঞ্চায়েতের জন্য বহুবার আমরা কেন্দ্রকে লিখেছি। আরও লিখব। এমনটাই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, আগামী ২-৩ মাসের মধ্যে জিটিএ-সহ অন্যন্যা নির্বাচন পাহাড়ে হয়ে যাবে।

দার্জিলিং প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, এখন দার্জিলিংয়ের পর্যটকে ভর্তি। জুন পর্যন্ত হোটেল বুকড, হোম স্টেগুলিও পর্যটক পাচ্ছেন। স্কুল-কলেজ চলছে পুরোদমে। পাহাড়ে প্রাইমারি স্কুল ও আইটিআইগুলির ব্যপারে কিছু সমস্যা রয়েছে। এনিয়ে আমার কথা হয়েছে।

আরও পড়ুন-শাহ-ধনখড় বৈঠক দিল্লিতে, কী নিয়ে আলোচনা?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.