লোকসভা নির্বাচনের ঘুঁটি সাজাতে বুধবারই রাজ্যে আসছেন অমিত শাহ, দেখে নিন সফরসূচি

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত ২২টি আসন জেতার লক্ষ্যমাত্র নিয়ে এগোচ্ছে বিজেপি। রাজ্য নেতৃত্বের দাবি, বঙ্গে অন্তত ২২টি আসনে জিতবে দল। আসনগুলির তালিকা ইতিমধ্যে দিল্লিতে পাঠিয়েও দিয়েছেন তাঁরা। সেই তালিকার সঙ্গে বাস্তবের যোগ কতটা তা মাপতেই এবার রাজ্যে আসছেন দলের কেন্দ্রীয় সভাপতি। 

Updated By: Jun 26, 2018, 01:34 PM IST
লোকসভা নির্বাচনের ঘুঁটি সাজাতে বুধবারই রাজ্যে আসছেন অমিত শাহ, দেখে নিন সফরসূচি

অঞ্জন রায়

লক্ষ্য ২০১৯। সেই লক্ষ্যেই জল মাপতে বুধবার পশ্চিমবঙ্গে আসছেন বিজেপি সভাপতি অমিত শাহ। সফরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠকের পাশাপাশি বোঝার চেষ্টা করবেন দিল্লিতে রাজ্য নেতাদের পাঠানো রিপোর্টের সারবত্তা। 

আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে অন্তত ২২টি আসন জেতার লক্ষ্যমাত্র নিয়ে এগোচ্ছে বিজেপি। রাজ্য নেতৃত্বের দাবি, বঙ্গে অন্তত ২২টি আসনে জিতবে দল। আসনগুলির তালিকা ইতিমধ্যে দিল্লিতে পাঠিয়েও দিয়েছেন তাঁরা। সেই তালিকার সঙ্গে বাস্তবের যোগ কতটা তা মাপতেই এবার রাজ্যে আসছেন দলের কেন্দ্রীয় সভাপতি। 

দু'দিনের সফরে ঠাসা সূচি রয়েছে অমিত শাহের। আর পাখির চোখ যে ২০১৯ তা স্পষ্ট অমিত শাহের সফর সূচিতেই। বুধবার সকাল ১১টায় দমদম নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে অমিত শাহের বিমান। সেখান থেকে সোজা তিনি যাবেন এক্সাইডের মোড়ে পোর্ট ট্রাস্টের অতিথিনিবাসে। বৈঠক করবেন রাজ্যে বিজেপির নির্বাচন কমিটির সদস্যদের সঙ্গে। সেখানেই দুপুরের খাওয়া সারবেন তিনি। বিকেল ৪টেয় পৌঁছবেন হাওড়ার শরত্ সদনে। সেখানে বিজেপির সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে বৈঠক সেরে তিনি চলে যাবেন মধ্য কলকাতায় জিডি বিড়লা সভাগারে। 

বিকেল ৫.৩০ মিনিটে সেখানে রাজ্যের বুদ্ধিজীবীদের সঙ্গে বৈঠকে বসবেন শাহ। সন্ধে ৭টায় আরএসএসের বিস্তারকদের সঙ্গে জাদুঘরে বৈঠক রয়েছে তাঁর। বুধবার রাতটা পোর্ট ট্রাস্টের অতিথিনিবাসেই কাটাবেন বিজেপি সভাপতি। 

বুধবারের মতো বৃহস্পতিবারও দিনভর ব্যস্ত থাকবেন অমিত শাহ। তবে কলকাতায় নয়, এদিন তিনি যাবেন জেলায়। গত পঞ্চায়েত নির্বাচনে যে দুই জেলায় বিজেপি শাসক তৃণমূলকে সব থেকে জোরালো টক্কর দিয়েছে সেই বীরভূম ও পুরুলিয়া রয়েছে অমিত শাহের সফরসূচিতে। বৃহস্পতিবার দমদম বিমানবন্দর থেকে সকাল ৯.৩০ মিনিটে উড়বে অমিত শাহের কপ্টার। বেলা ১১টায় তারাপীঠ মন্দিরে পৌঁছনোর কথা রয়েছে তাঁর। সেখানে পুজো দেবেন তিনি। 

পুজোপাঠ সেরে বেলা ১২.৩০ মিনিটে জেলা নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। সারবেন দুপুরের খাওয়া। সেখান থেকে বেলা ১.৪৫ মিনিটে পুরুলিয়া পৌঁছবে অমিত শাহের কপ্টার। সেখানে বুথ কমিটিগুলির সঙ্গে বৈঠক করবেন তিনি। পুরুলিয়ার বলরামপুরের শিমুরিয়া মাঠে জনসভায় বক্তব্য রাখবেন অমিত শাহ। সেখানে শাহ কী বলেন তার দিকে নজর থাকবে সবার। সেখানে অমিত শাহের মঞ্চে থাকবেন পঞ্চায়েত নির্বাচন পরবর্তী হিংসায় জেলায় নিহত ৩ বিজেপি কর্মীর পরিজনরা। সভা শেষে অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে হয়ে দিল্লি ফিরবেন শাহ। 

এবার থেকে যখন তখন প্রধানমন্ত্রীর কাছে যেতে পারবেন না মন্ত্রীরাও

অমিত শাহের সভা ঘিরে সাজোসাজো রব রাজ্য বিজেপির ঘরে। শাহের সফরসূচিকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে রাজ্য পুলিস ও আধাসামরিক বাহিনী। শাহের এই সফরে আসন্ন লোকসভা নির্বাচনের ব্লু প্রিন্ট তৈরি হবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। 

অমিত শাহের সঙ্গে সোশ্যাল মিডিয়া বৈঠকে যোগ দিতে ইচ্ছুক এমন ব্যক্তিদের চিহ্নিত করতে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজেপির তরফে। তাতে ইচ্ছুক ব্যক্তির নাম, ফোন নম্বর ও ফেসবুক আইডি-সহ যোগাযোগ করতে বলা হয়েছে। যদিও সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই বৈঠকের স্থানের। 

.