নন্দীগ্রামের আইসিডিএস সেন্টারে ভয়াবহ দুর্ঘটনা, কড়াইতে পড়ে ঝলসে গেল শিশু

যদিও ব্লক আধিকারিক আইসিডিএস এর কর্মীদের নিয়ে বৈঠকে বসেন সেইসঙ্গে তাদের নিরাপত্তা নিয়েও বিভিন্নভাবে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে খোলা আকাশের নিচে আবার বৃষ্টির দিনে খোলা ছাদের নিচে আবার কোথাও ভাড়া নিয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে ছাত্র সংখ্যা বেশি থাকলেও শিক্ষক সংখ্যা অনেকটাই কম। 

Updated By: Jul 10, 2022, 12:26 PM IST
নন্দীগ্রামের আইসিডিএস সেন্টারে ভয়াবহ দুর্ঘটনা, কড়াইতে পড়ে ঝলসে গেল শিশু
নিজস্ব চিত্র

কিরন মান্না: নন্দীগ্রামে-১ এর ১০ নম্বর আইসিডিএস সেন্টারে ঘটেছে ভয়াবহ দুর্ঘটনা। গরম খাবারের কড়াইতে পড়ে গিয়ে ঝলসে যায় এক শিশু। ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ঘটনাটি ঘটেছে শুক্রবার। বর্তমানে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশু। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলে জানানো হয়েছে। সোনাচূড়া  গ্রাম পঞ্চায়েত এলাকার একটি আইসিডিএস সেন্টারে ঘটনাটি ঘটেছে।

পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষার পরিকাঠামো নিয়ে একের পর এক প্রশ্ন চিহ্ন উঠে আসছে। যেখানে দেখা গেছে অধিকাংশ আই সি ডি এস কেন্দ্রগুলি খোলা আকাশের নিচে, কোথাও বা ক্লাব ঘরে। আবার বিভিন্ন ক্ষেত্রে ক্লাব ঘর ভাড়া নিয়েও চালাতে হচ্ছে এই সমস্ত শিশু শিক্ষা কেন্দ্রগুলি। 

সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠে আসছে বারবার। জানা গিয়েছে নন্দীগ্রাম এক ব্লকে সাউথ খণ্ড জলপাই আইসিডিএস কেন্দ্রে বাচ্চাটি খেলতে খেলতে গরম ভাতের ফেনার উপর পড়ে যায় এবং তার শরীরের অধিকাংশই পুড়ে গেছে। তড়িঘড়ি তাকে নন্দীগ্রাম এক ব্লক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: পুরুলিয়ায় জোড়া খুন, কাজ শেষে ফেরার পথে আক্রান্ত বাবা-ছেলে

যদিও ব্লক আধিকারিক আইসিডিএস এর কর্মীদের নিয়ে বৈঠকে বসেন সেইসঙ্গে তাদের নিরাপত্তা নিয়েও বিভিন্নভাবে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে খোলা আকাশের নিচে আবার বৃষ্টির দিনে খোলা ছাদের নিচে আবার কোথাও ভাড়া নিয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে ছাত্র সংখ্যা বেশি থাকলেও শিক্ষক সংখ্যা অনেকটাই কম। 

বিভিন্ন ক্ষেত্রে শিক্ষকের দেখা মিললেও আইসিডিএস কেন্দ্রগুলিতে ছাত্র নেই বললেই চলে। এই অবস্থায় সবথেকে বড়ো প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে শিশুদের নিরাপত্তা। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.