ফের বিস্ফোরণ; কাঁকিনাড়ায় বোমা ফেটে মৃত এক শিশু, জখম এক

স্থানীয় মানুষের দাবি এই ভাটপাড়া অঞ্চলে বহু বোমা এর আগেও উদ্ধার করা হয়েছে। সাংসদ অর্জুন সিং-এর দাবি এলাকা আগের তুলনায় অনেকটাই দুর্নীতিমুক্ত হয়েছে। অন্যদিকে এলাকার জুয়ার ঠেক পুলিস বন্ধ করলে এই ঘটনা আর ঘটবেনা বলেও দাবি করেছেন তিনি।

Updated By: Oct 25, 2022, 12:43 PM IST
ফের বিস্ফোরণ; কাঁকিনাড়ায় বোমা ফেটে মৃত এক শিশু, জখম এক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাঁকিনাড়ায় বোমা বিস্ফোরণ। এই ঘটনায় মৃত এক শিশু, আহত আরও এক শিশু। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ষ্টেশন চত্তরে খেলছিল দুই শিশু। সেই সময় বল ভেবে বোমা হাতে তুল নেয় তাঁরা, এরপরেই ঘটে বিপত্তি। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। এর আগে সোমবার কালীপুজোর রাতেও গুলি চালানোর ঘটনা ঘটে জগদ্দলে। এরপরেই মঙ্গলবার সকালের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। বোমা বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় পুলিশ বাহিনী। এই এলাকায় আরও একাধিক বোমা উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বোম স্কোয়াড।

পাশাপাশি জখম শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গিয়েছে। স্থানীয় মানুষের দাবি, এদিন কাঁকিনাড়া স্টেশনের কাছে ভাটপাড়ার ২৮ নম্বর রেলগেটের কাছে বোমা মজুত করে রাখা ছিল। পড়ে থাকা বোমাকে বল ভেবে খেলতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। একজন শিশুর মৃত্যু হয় এই ঘটনায়। অপর শিশুকে ইতিমধ্যেই সংকটজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাসপাতালে।

ষ্টেশন চত্তরে কীভাবে এল এই বোমা সেই নিয়ে তদন্তও শুরু করেছে পুলিস। অন্যদিকে সিআইডি-র দল ঘটনাস্থল থেকে একটি সন্দেহজনক বাক্স উদ্ধার করেছে। বাক্সটিকে জলের মধ্যে রাখা হয়েছে। তাঁরা মনে করছে আরও অনেক বোমা ছড়িয়ে রয়েছে এলাকা জুড়ে। বিস্ফোরণের খবর পেয়ে নৈহাটির জিআরপি, আরপিএফ এবং ভাটপাড়া থানার পুলিস ঘটনাস্থলে যায়। মজুত বোমা নিয়ে তদন্ত শুরু করেন পুলিস আধিকারিকরা। বোমার পাশাপাশি এলাকা থেকে বারুদ উদ্ধার হয়েছে বলেও জানা গিয়েছে। আশেপাশের এলাকারা জঙ্গল কেটে পরিষ্কার করেও বোমা খোঁজার চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে একটি ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: Cyclone Sitrang: বাংলাদেশে ল্যান্ডফল, মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়া বঙ্গে

এর আগে সোমবার রাতে ভাটপারায় গুলি চলার ঘটনা ঘটে। তৃণমূল কাউন্সিলরের আত্মীয় গুলিবিদ্ধ হন। ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিজেপির দিকে আঙ্গুল তুললেও সেই ঘটনার কথা অস্বীকার করেছে তারা।  

স্থানীয় মানুষের দাবি এই ভাটপাড়া অঞ্চলে বহু বোমা এর আগেও উদ্ধার করা হয়েছে। সাংসদ অর্জুন সিং-এর দাবি এলাকা আগের তুলনায় অনেকটাই দুর্নীতিমুক্ত হয়েছে। অন্যদিকে এলাকার জুয়ার ঠেক পুলিস বন্ধ করলে এই ঘটনা আর ঘটবেনা বলেও দাবি করেছেন তিনি।

অন্যদিকে পবন সিং-এর দাবি এলাকার দুষ্কৃতি দের পুলিস গ্রেফতার করলেও পরবর্তীকালে তাঁরা ছাড়া পেয়ে যায় এবং ফিরে এসে তারা ফের অপরাধ শুরু করে।  

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.