দ্বিতীয়বার কন্যাসন্তানের জন্ম দিলেন অপরূপা পোদ্দার, মেয়ের নাম দিলেন করোনা!

তবে সঙ্গে এও জানিয়েছেন, করোনা তাঁর সদ্যোজাতর ডাক নাম। ভালো নাম রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।

Updated By: May 8, 2020, 05:02 PM IST
দ্বিতীয়বার কন্যাসন্তানের জন্ম দিলেন অপরূপা পোদ্দার, মেয়ের নাম দিলেন করোনা!

নিজস্ব প্রতিবেদন: করোনার আঁধারে আলো। দ্বিতীয়বার মা হলেন আরামবাগের তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার। কন্যাসন্তানের জন্ম দিলেন তিনি, আর নাম রাখলেন করোনা।  সক্কলকে চমকে দিয়েছেন তিনি। তবে সঙ্গে এও জানিয়েছেন, করোনা তাঁর সদ্যোজাতর ডাক নাম। ভালো নাম রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে।

বিতর্কের মাঝেই পুর নিগমের 'কেয়ারটেকর বোর্ড'-এর প্রথম বৈঠক সারলেন ফিরহাদ
বৃস্পতিবার সকালে তিনি শ্রীরামপুরের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন। মা ও কন্যা – দু’জনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সূত্রে খবর।
মেয়েকে কোলে নিয়ে অপরূপা বলেন, "শুধু ইশ্বর, ভগবান, আল্লাহ, যীশুকে একটাই কথা বলি, খুব তাড়াতাড়ি কেটে যাক এই বিপর্যয়। আবার আগের মতো সুস্থ সমাজ পাক সকলে।"

.