বাঁকুড়ার গঙ্গাজলঘাটির রামকৃষ্ণপুরে আন্ত্রিকের প্রকোপে অসুস্থ শতাধিক মানুষ

বাঁকুড়ার গঙ্গাজলঘাটির রামকৃষ্ণপুরে আন্ত্রিকের প্রবল প্রকোপ। অসুস্থ গ্রামের শতাধিক মানুষ। গতকাল বিকেল থেকে বমি, পেটে ব্যথায় আক্রান্ত গ্রামবাসীরা। তড়িঘড়ি করে অসুস্থদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী অমরকানন গ্রামীণ হাসপাতালে। রাতেই সেখানে ভর্তি করা হয় প্রায় ৭০ জন গ্রামবাসীকে। কেন এমন ঘটল? একদিনের মধ্যেই একই গ্রামের এত মানুষ কীভাবে অসুস্থ হয়ে পড়ল? তাও একই রোগের উপশম নিয়ে?  

Updated By: Apr 17, 2017, 01:37 PM IST
বাঁকুড়ার গঙ্গাজলঘাটির রামকৃষ্ণপুরে আন্ত্রিকের প্রকোপে অসুস্থ শতাধিক মানুষ

ওয়েব ডেস্ক: বাঁকুড়ার গঙ্গাজলঘাটির রামকৃষ্ণপুরে আন্ত্রিকের প্রবল প্রকোপ। অসুস্থ গ্রামের শতাধিক মানুষ। গতকাল বিকেল থেকে বমি, পেটে ব্যথায় আক্রান্ত গ্রামবাসীরা। তড়িঘড়ি করে অসুস্থদের নিয়ে যাওয়া হয় নিকটবর্তী অমরকানন গ্রামীণ হাসপাতালে। রাতেই সেখানে ভর্তি করা হয় প্রায় ৭০ জন গ্রামবাসীকে। কেন এমন ঘটল? একদিনের মধ্যেই একই গ্রামের এত মানুষ কীভাবে অসুস্থ হয়ে পড়ল? তাও একই রোগের উপশম নিয়ে?  

আরও পড়ুন কোচবিহার জুড়ে বড়সড় প্রভিডেন্ট ফান্ড দুর্নীতির আশঙ্কা

প্রাথমিক খোঁজখবরের পর মনে করা হচ্ছে, নববর্ষের দিন পুজোর প্রসাদ থেকেই বিষক্রিয়া হয়েছে বলে আশঙ্কা গ্রামবাসীদের। সেইজন্য যত তাড়াতাড়ি সম্ভব এলাকায় মেডিক্যাল টিম পাঠানোর দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন  রেললাইনের ভয়ে আন্দোলন শুরু করেছে গোঘাটের পশ্চিম অমরপুরের গ্রামবাসীরা

 

.