আসল দোল তো হবে ২৩ মে, বললেন অর্জুন সিং

২৩ মে কি ফল হবে ভাটপাড়ায়? জবাবে অর্জুন বলেন, '২৩ মে এই দোলের থেকেও হাজার গুন বড় দোল হবে।'

Updated By: Mar 21, 2019, 01:18 PM IST
আসল দোল তো হবে ২৩ মে, বললেন অর্জুন সিং

নিজস্ব প্রতিবেদন: ভোটের মধ্যেই ভাটপাড়ায় উত্তেজনা চরমে। সেখানে তৃণমূল ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন অর্জুন সিং। তবে দোলের দিন রাজনৈতিক টানাপোড়েন ভুলে রং মাখলেন সবাই। তবে অর্জুন সিংয়ের দাবি, আসল দোল হবে ২৩ মে। 

 

এদিন নিজের খাসতালুক মেঘনা জুট মিল এলাকায় দোল খেলেন অর্জুন সিং। রং দিতে দিতেই উঠল, 'ভারত মাতা কি জয়', 'অর্জুন সিং জিন্দাবাদ স্লোগান'। উত্সবের আবহে যদিও অচ্ছুত্ থাকেনি রাজনীতি। বারাকপুরে কে জিতবে? উত্তরে অর্জুন বলেন, 'ভূমিপুত্র ২৪ ঘণ্টা সাধারণ মানুষের সঙ্গে থাকবে। আকাশপুত্র আকাশে থাকবে।'

২৩ মে কি ফল হবে ভাটপাড়ায়? জবাবে অর্জুন বলেন, '২৩ মে এই দোলের থেকেও হাজার গুন বড় দোল হবে।' 

বলে রাখি, ২৩ মে লোকসভা নির্বাচনের ভোটগণনা। লোকসভা নির্বাচনের মুখে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং। বারাকপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় তার রাজনৈতিক প্রভাব চিন্তা বাড়িয়েছে তৃণমূলের। ইতিমধ্যে ভাটপাড়া পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সরানোর উদ্যোগ গ্রহণ করেছে তৃণমূল। অর্জুনের সভাপতিত্বে গঠিত সমবায় ব্যাঙ্কের পরিচালন সমিতি ভেঙে দিয়েছে রাজ্য সরকার। 

বসন্ত উত্সবের শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর, উত্সবের আনন্দ গায়ে মেখে জনসংযোগ প্রার্থীদের

সূত্রের খবর, বারাকপুর থেকে অর্জুন সিংকে প্রার্থী করতে চলেছে বিজেপি। সেক্ষেত্রে তাঁর সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দিতা হতে চলেছে তৃণমূলের দীনেশ ত্রিবেদীর সঙ্গে। ময়দানে রয়েছেন সিপিএমের গার্গী চট্টোপাধ্যায়ও। 

.