২৮ মে পর্যন্ত গ্রেফতার করা যাবে না অর্জুন সিংকে, জানিয়ে দিল শীর্ষ আদালত

'মিথ্যে' মামলায় ফাঁসানোর আশঙ্কা থেকে নিষ্কৃতি পেতেই সুপ্রিম কোর্টে আর্জি জানান অর্জুন সিং। 

Updated By: May 22, 2019, 02:00 PM IST
২৮ মে পর্যন্ত গ্রেফতার করা যাবে না অর্জুন সিংকে, জানিয়ে দিল শীর্ষ আদালত

নিজস্ব প্রতিবেদন: আজ থেকে ২৮ মে পর্যন্ত গ্রেফতার করা যাবে না অর্জুন সিংকে। বুধবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। 

আগাম জামিনের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। তাঁর অভিযোগ, তাঁকে ফাঁসানোর চক্রান্ত করছে রাজ্য সরকার। 

 

'মিথ্যে' মামলায় ফাঁসানোর আশঙ্কা থেকে নিষ্কৃতি পেতেই সুপ্রিম কোর্টে আর্জি জানান অর্জুন সিং। 
আইনজীবী রঞ্জিত মিশ্র বলেন, ''অর্জুন সিং গ্রেফতারির আশঙ্কা করছেন। মিথ্যা মামলা থেকে মুক্তি পেতে চাইছেন তিনি।''

ভাটপাড়ায় বোমা বাঁধতে গিয়ে মৃত ১, আহত ২, চলছে আধা সেনার রুটমার্চ
প্রসঙ্গত, ভাটপাড়ায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে হিংসা ছড়ানোর অভিযোগ তুলে নির্বাচন  কমিশনের দ্বারস্থ হন মদন মিত্র। তাঁর অভিযোগ, বোমা-গুলি নিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন অর্জুন সিং। সিইও-তে অফিযোগপত্র জমা দেন তিনি। 

.