Tarkeshwar: করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে আর ফেরত পাননি, চরম পদক্ষেপ নিরাপত্তা কর্মীর

এটিএম-এর ক্যাশ গাড়ির বন্দুকধারী গার্ড ছিলেন শান্তনু

Updated By: Mar 23, 2022, 01:07 PM IST
Tarkeshwar: করোনা পরিস্থিতিতে কাজ হারিয়ে আর ফেরত পাননি, চরম পদক্ষেপ নিরাপত্তা কর্মীর

নিজস্ব প্রতিবেদন: নিজের মাথায় গুলি চালিয়ে দিলেন নিরাপত্তাকর্মী। ঘটনায় চাঞ্চল্য ছড়াল হুগলির তারকেশ্বর থানার মোজপুরে। মৃত যুবকের নাম শান্তনু ঘোষ(৪৩)। পরিবারে রয়েছে স্ত্রী ও ৩ বছরের এক কন্যা সন্তান।

ওই ঘটনায় শান্তনুর বাড়ি থেকে একটি দোনলা বন্দুক উদ্ধার করেছে পুলিস। দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। 

পরিবারের সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হাঁটতে বেরিয়েছিলেন শান্তনু। বাড়ি ফিরে নিজের লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকে নিজের মাথায় গুলি চালিয়ে দেন। গুলির আওয়াজ শুনে গিয়ে দেখা যায় মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন শান্তনু। এর পরই পুলিসে খবর দেওয়া হয়।

এটিএম-এর ক্যাশ গাড়ির বন্দুকধারী গার্ড ছিলেন শান্তনু। করোনা পরিস্থিতিতে কাজ চলে যায়। তার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন। এমনটাই দাবি পরিবারের। এদিকে, যুবক নিজেই নিজেকে গুলি করেছেন নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিস।

আরও পড়ুন-Covid 19: ভারতে ১২-১৮ বছর বয়সীদের জন্য জরুরি ব্যবহারের অনুমোদন পেল Novavax

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.