প্রতিবাদ সভায় বিজেপি কর্মীদের ওপর হামলা, আহত ১০

বিজেপির অভিযোগ, সাগরদীঘির বালিয়াতে বিজেপির আর নয় অন্যায় সভার আয়োজন করা হয়েছিল। 

Updated By: Dec 28, 2020, 05:03 PM IST
প্রতিবাদ সভায় বিজেপি কর্মীদের ওপর হামলা, আহত ১০
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: প্রতিবাদ সভায় যাওয়ার সময় বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ। এই ঘটনাকে ঘিরে উত্তপ্ত মুর্শিদাবাদের সাগরদীঘি। আহত দশ জন। বিজেপির অভিযোগ, সাগরদীঘির বালিয়াতে বিজেপির আর নয় অন্যায় সভার আয়োজন করা হয়েছিল। সেই সভায় যোগ দিতে যাওয়ার সময় প্রায় তিরিশ জনের মতো দুষ্কৃতী তাঁদের কর্মী সমর্থকদের ওপরে হামলা চালায়। 

আরও পড়ুন:  বোনকে নিয়ে স্কুলে ভর্তি হতে যাচ্ছিল পঞ্চম শ্রেণির ছাত্রী, লরির ধাক্কায় পথেই মৃত্যু

তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে দাবি বিজেপির। তাঁদের উদ্ধার করে সাগরদীঘি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সাগরদীঘি দু- নম্বর মন্ডলের যুব সভাপতি ভবানী প্রসাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল।     

Tags:
.