অরূপ রায় শিবির ছাড়াতেই ধুন্ধুমার বেলিলিয়াস রোড, বন্দুক-সহ হাতেনাতে পাকড়াও দুষ্কৃতী

রবিবার বেলিলিয়াস রোডের ১৭ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন এলাকায় তৃণমূল নেতা প্রেম সিং। ওই রক্তদান শিবিরে এসেছিলেন মন্ত্রী অরূপ রায়ও। রক্তদান শিবির থেকে তিনি চলে যাওয়ার পরই গন্ডগোল শুরু হয়ে যায়।  

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Aug 16, 2020, 01:45 PM IST
 অরূপ রায় শিবির ছাড়াতেই ধুন্ধুমার বেলিলিয়াস রোড, বন্দুক-সহ হাতেনাতে পাকড়াও দুষ্কৃতী
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: রক্তদান শিবিরকে ঘিরে উত্তেজনা ছড়াল হাওড়ার বেলিলিয়াস রোডে। এলাকার তৃণমূল নেতা সচিন জয়সওয়ালের ওপরে হামলার অভিযোগ উঠল তৃণমূলের অন্য গোষ্ঠীর বিরুদ্ধে।

আরও পড়ুন-নৃশংস! নাবালিকাকে ধর্ষণ করে খুন, তারপরও চোখ খুবলে, জিভ কেটে নিল ধর্ষকরা

রবিবার বেলিলিয়াস রোডের ১৭ নম্বর ওয়ার্ডে একটি রক্তদান শিবিরের আয়োজন করেন এলাকায় তৃণমূল নেতা প্রেম সিং। ওই রক্তদান শিবিরে এসেছিলেন মন্ত্রী অরূপ রায়ও। রক্তদান শিবির থেকে তিনি চলে যাওয়ার পরই গন্ডগোল শুরু হয়ে যায়।

শিবির চলাকালীন কোনও একটি বিষয় নিয়ে শুরু হয়ে যায় দু'পক্ষের সংঘর্ষ। এর মধ্যেই এক ব্যক্তি তৃণমূলের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা করে। কিন্তু তাকে ধরে ফেলে শিবিরের লোকজন। পরে তাকে পুলিসের হাতে তুলে দেওয়া হয়। 

অভিযোগ, তৃণমূলের প্রেম সিং গোষ্ঠীর লোকজন গোলমাল পাকানোর চেষ্টা করে। তৃণমূল নেতা সচিন জয়সওয়াল জানিয়েছেন, অরূপ রায় ঘনিষ্ঠ প্রেম সিংয়ের লোকজন তাঁকে মারার চেষ্টা করেছিল।

আরও পড়ুন-মাঠের ধারে একটা বস্তার ফাঁক দিয়ে বেরিয়েছিল চুল, যেভাবে পাওয়া গেল ছোট্ট সানিকে!

এদিকে, এই ঘটনায় অরূপ রায় জানিয়েছেন, 'বেলিলিয়াস রোডের ঘটনার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কোনও সম্পর্ক নেই। ব্যক্তিগত ঝামেলা থেকে ওই ঘটনা হতে পারে।'    

.