মেয়ের গৃহশিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা, ধৃত অভিভাবক

বারুইপুরে হরিদেবপুরে  প্রতিবেশী সুশান্ত সাহার পাঁচ বছরের মেয়েকে পড়াতেন নিগৃহীত তৃতীয় শ্রেণির ছাত্রী। 

Updated By: Oct 9, 2018, 03:05 PM IST
মেয়ের গৃহশিক্ষিকাকে ধর্ষণের চেষ্টা, ধৃত অভিভাবক

নিজস্ব প্রতিবেদন:  গৃহপ্রবেশের অনুষ্ঠানে  মেয়ের শিক্ষিকাকে নিমন্ত্রণ।   রাতে খাবার শেষে  শিক্ষিকার সামনে বসেই মদ্যপান। তারপর স্ত্রী ঘুমিয়ে পড়লে মেয়ের  গৃহশিক্ষিকাকে  ধর্ষণের চেষ্টা। ঘটনাকে ঘিরে উত্তপ্ত বারুইপুরের হরিদেবপুর এলাকা।

আরও পড়ুন:   প্রেমিকের সঙ্গে রাত কাটালেন তিন সন্তানের মা, তারপরই মর্মান্তিক পরিণতি

বারুইপুরে হরিদেবপুরে  প্রতিবেশী সুশান্ত সাহার পাঁচ বছরের মেয়েকে পড়াতেন নিগৃহীত তৃতীয় শ্রেণির ছাত্রী।  সোমবার রাতে সুশান্ত সাহার নতুন বাড়ির গৃহপ্রবেশে গিয়েছিলেন গৃহশিক্ষিকা। আর সেখানেই বিপত্তি।  তরুণীর দাবি, গৃহপ্রবেশের অনুষ্ঠান শেষে গৃহশিক্ষিকাকে রাতে থেকে যেতে বলে সুশান্ত সাহা ও তাঁর স্ত্রী জ্যোতি সাহা।

আরও পড়ুন: সপ্তমী, অষ্টমী না নবমী? কবে কোথায় ভারী বৃষ্টি হবে, স্পষ্ট করল আবহাওয়া দফতর

 গৃহশিক্ষিকার  সামনেই  সুশান্ত সাহা ও তাঁর স্ত্রী জ্যোতি  সাহা মদ্যপান করেন।  দম্পতিকে ওই অবস্থায় দেখে অন্য ঘরে চলে যান তরুণী।  অভিযোগ, জ্যোতি সাহা ঘুমিয়ে পড়লে,  ছাত্রীর বাবা  তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। কোনওক্রমে পালিয়ে আসেন গৃহশিক্ষিকা।  তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ছাত্রীর বাবা সুশান্ত সাহা ও তাঁর স্ত্রীকে। সুশান্ত সাহাকে পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেয় আদালত, জ্যোতি সাহা জামিনে মুক্ত।

.