Bankura Lovers Death: পাহাড়ি জঙ্গলে উদ্ধার যুগলের পচাগলা দেহ, কীভাবে মৃত্যু? বাড়ছে রহস্য

পুলিস সূত্রে খবর, মৃতদের নাম অনন্ত সোরেন এবং মোনালিসা সোরেন। স্থানীয় সূত্রে খবর, তাঁরা সোনামুখী থানা এলাকার বাসিন্দা।

Updated By: Jul 2, 2022, 04:40 PM IST
Bankura Lovers Death: পাহাড়ি জঙ্গলে উদ্ধার যুগলের পচাগলা দেহ, কীভাবে মৃত্যু? বাড়ছে রহস্য
প্রতীকী ছবি

মৃত্যুঞ্জয় দাস: পাহাড়ি জঙ্গলে উদ্ধার যুগলের পচাগলা দেহ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল বাঁকুড়ার খাতড়া থানার পাঁপড়ায়। যুগলের পরিচয় জানতে পেরেছে পুলিস। মৃতদেহ দুটো বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, মশক পাহাড়ের জঙ্গলে মৃতদেহ দুটো দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরাই খাতড়া থানায় খবর দেয়। পুলিস গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে। পুলিস সূত্রে খবর, মৃতদের নাম অনন্ত সোরেন এবং মোনালিসা সোরেন। স্থানীয় সূত্রে খবর, তাঁরা সোনামুখী থানা এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, মোনালিসা সোরেনের সঙ্গে ওই যুবকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ওই যুবক সিমলাপাল থানা এলাকার বাসিন্দা। গত মঙ্গলবার থেকে দু'জন নিখোঁজ ছিলেন। অনন্ত সোরেনের পরিবার সিমলাপাল থানায় নিখোঁজ ডায়েরিও করেছিল। কিন্তু কোনও খোঁজ মেলেনি। শুক্রবার সন্ধেয় স্থানীয় সূত্রে খাতড়া থানায় খবর এলে, পুলিস ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ দুটি উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ওই যুগল বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.