ব্যাপক বোমাবাজি, উদ্ধার তির-ধনুক, বীরভূমে ধুন্ধুমার

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমাকে কেন্দ্র করে ধুন্ধুমার বীরভূমে। কার্যত রণক্ষেত্রের চেহারা নিল সিউড়ি, রামপুরহাট, মহম্মদবাজার এলাকা।

Updated By: Apr 7, 2018, 03:02 PM IST
ব্যাপক বোমাবাজি, উদ্ধার তির-ধনুক, বীরভূমে ধুন্ধুমার

নিজস্ব প্রতিবেদন : পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমাকে কেন্দ্র করে ধুন্ধুমার বীরভূমে। কার্যত রণক্ষেত্রের চেহারা নিল সিউড়ি, রামপুরহাট, মহম্মদবাজার এলাকা।

আরও পড়ুন, তুফানগঞ্জে ঝরল রক্ত, বিজেপি প্রার্থীকে আক্রমণ তৃণমূলের

সিউড়িতে মিছিল করে এসডিও অফিসে মনোনয়ন জমা দিতে আসে কংগ্রেস ও সিপিএম প্রার্থীরা। সেই মিছিল আটকায় পুলিস। এই ঘটনায় উত্তেজনা ছড়ায় সিউড়িতে। এর প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান সিপিএম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন, মনোনয়ন ঘিরে ধুন্ধুমার, বাঁকুড়ায় মাটিতে ফেলে মার বিজেপি রাজ্য সম্পাদককে

অন্যদিকে, রামপুরহাটে বিজেপি পার্টি অফিসের সামনে থেকে উদ্ধার করা হয় বেশকিছু তির-ধনুক। এই ঘটনায় তিনজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিস। পাশাপাশি, মহম্মদ বাজারে এদিন ব্যাপক বোমাবাজি হয়। মনোনয়ন পেশকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় শাসক-বিরোধী দুপক্ষ। অভিযোগ, বহিরাগত এনে গন্ডগোল বাধায় বিজেপি-ই। দেখুন সেই ছবি-

আরও পড়ুন, পার্টি অফিস থেকে টেনে বের করে সিপিএম নেতাকে বেধড়ক মার আরামবাগে

.