মনোজ উপাধ্যায় খুনে গ্রেফতার নির্দল কাউন্সিলর রাজু সাউ

উত্তরপ্রদেশের ফৈজাবাদ থেকে রবিবার গ্রেফতার করা হয় রাজুকে

Updated By: Dec 10, 2017, 09:41 PM IST
মনোজ উপাধ্যায় খুনে গ্রেফতার নির্দল কাউন্সিলর রাজু সাউ

নিজস্ব প্রতিবেদন: ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায় খুনের তদন্তে বড়সড় সাফল্য পেল সিআইডি। গ্রেফতার করা হল অভি‌যুক্ত নির্দল কাউন্সিলর রাজু সাউকে।

উত্তরপ্রদেশের ফৈজাবাদ থেকে রবিবার গ্রেফতার করা হয় রাজুকে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে বাবান ‌যাদব ও প্রভু চৌধুরী নামে আরও ২ জনকে। তিন জনকেই ট্রানজিট রিমান্ডে আনা হচ্ছে রাজ্যে।

উল্লেখ্য, গত ২৭ নভেম্বর বেনারসের একটি লজ থেকে গ্রেফতার করা হয় মনোজ উপাধ্যায় খুনে অভি‌যুক্ত আরও ৭ জনকে। খুনের পর এরা বিহার হয়ে উত্তরপ্রদেশে পালিয়ে ‌যায়। ফের উত্তরপ্রদেশ থেকেই গ্রেফতার করা হল আরও এক অভি‌যুক্তকে। অভি‌যোগ, খুনের সময়ে ঘটনাস্থলে ছিলেন রাজু সাউ।

প্রসঙ্গত, বেনারস থেকে গ্রেফতার হওয়া ৭ জনকে গ্রেফতার করে গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাতে চলে আসে সিআইডির। জেরায় বেরিয়ে আসে মনোজ উপাধ্যায়ের উপরে গুলি চালনার সময়ে ঘটনাস্থলে ছিলেন রাজু সাউ। সূত্রের খবর একটি খাটাল উচ্ছেদকে কেন্দ্র করে রাজুর সঙ্গে সংঘাত তৈরি হয় মনোজ উপাধ্যায়ের।

আরও পড়ুন-উস্কানিমূলক ভিডিও দেখতেন কর্মহীন শম্ভুলাল, জানাল পুলিস 

 

.