ছুটি নামঞ্জুর হওয়ার পরও নতুন পদে যোগ দিলেন না ভারতী
পদত্যাগপত্র পড়ে রয়েছে এখনও। ভারতী ঘোষের ছুটির আবেদনও খারিজ করা হয়েছে, খবর নবান্ন সূত্রে।
![ছুটি নামঞ্জুর হওয়ার পরও নতুন পদে যোগ দিলেন না ভারতী ছুটি নামঞ্জুর হওয়ার পরও নতুন পদে যোগ দিলেন না ভারতী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/12/29/103772-bhangar-nabanna.jpg)
নিজস্ব প্রতিবেদন: বিপাকে ভারতী ঘোষ। তাঁর পদত্যাগপত্র এখনও গৃহীত হয়নি। ৩ মাসের ছুটিও পেলেন না পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিস সুপার। নবান্ন সূত্রে খবর, তাঁর ছুটির আবেদন নামঞ্জুর করা হয়েছে। অথচ নতুন পদে তিনি যোগ দেননি। ছুটি নামঞ্জুর হওয়ার পরও কীভাবে তিনি চলে গেলেন তিনি, তা নিয়ে নবান্নর অন্দরেই প্রশ্ন উঠছে।
অতিসম্প্রতি পশ্চিম মেদিনীপুরের সুপারের পদ থেকে ব্যারাকপুরের তৃতীয় ব্যাটেলিয়নে ভারতী ঘোষকে বদলি করা হয়। তারপরই ইস্তফা দেন তিনি।
আরও পড়ুন- ভাঙড়ে স্থায়ী শান্তির লক্ষ্যে আরও ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের
আইপিএস অফিসারের ইস্তফাপত্র পাঠানো হয় দিল্লিতে। সেখান থেকে তাঁর ইস্তফা মঞ্জুর হয়। গোটা প্রক্রিয়ায় প্রায় ৩ মাস সময় লাগে। সেই অন্তর্বর্তী সময়ে নতুন পদে যোগ না দিয়ে ছুটি নেন অনেকেই। সেই পদ্ধতিতেই একইসঙ্গে ছুটির আবেদন ও পদত্যাগপত্র জমা দিয়েছিলেন ভারতী ঘোষ। যার কোনওটিই মঞ্জুর হয়নি।