নিজেকে অপ্রাসঙ্গিক মনে করছিলাম, তাই নাট্য অ্যাকাডেমি ছাড়ার সিদ্ধান্ত, জানালেন বিভাস চক্রবর্তী

পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি থেকে পদত্যাগের পর বিস্ফোরক বর্ষীয়ান নাট্যকার বিভাস চক্রবর্তী। গত ১৭ সেপ্টেম্বর রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিবকে পদত্যাগপত্র পাঠান তিনি। বার্ধক্যজনিত কারণে পদত্যাগ বলে উল্লেখ করেন ইস্তফাপত্রে। ১০ অক্টোবর তাঁর পদত্যাগ পত্র গৃহীত হয়েছে বলে চিঠি পান সরকারের তরফে। তার পর এই প্রথম সেই নিয়ে মুখ খুললেন তিনি।

Updated By: Nov 19, 2018, 07:39 PM IST
নিজেকে অপ্রাসঙ্গিক মনে করছিলাম, তাই নাট্য অ্যাকাডেমি ছাড়ার সিদ্ধান্ত, জানালেন বিভাস চক্রবর্তী

নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি থেকে পদত্যাগের পর বিস্ফোরক বর্ষীয়ান নাট্যকার বিভাস চক্রবর্তী। গত ১৭ সেপ্টেম্বর রাজ্যের তথ্য ও সংস্কৃতি সচিবকে পদত্যাগপত্র পাঠান তিনি। বার্ধক্যজনিত কারণে পদত্যাগ বলে উল্লেখ করেন ইস্তফাপত্রে। ১০ অক্টোবর তাঁর পদত্যাগ পত্র গৃহীত হয়েছে বলে চিঠি পান সরকারের তরফে। তার পর এই প্রথম সেই নিয়ে মুখ খুললেন তিনি।

এদিন Zee ২৪ ঘণ্টাকে একান্ত ফোনালাপে বিভাস চক্রবর্তী বলেন, 'সরকারিভাবে আমি বার্ধক্যজনিত কারণে পদত্যাগ বলেই জানিয়েছি। তবে ওখানে তো আমি পরামর্শদাতার পদে ছিলাম। যেটুকু কাজ করতে হত, তা নিয়মমাফিক। এই বয়সে ওইটুকু কাজ করতে কষ্ট করে আর নাট্য অ্যাকাডেমি যেতে ইচ্ছা করছে না।'

তবে কি নিজেকে নাট্য অ্যাকাডেমিতে অপ্রাসঙ্কিক মনে করছিলেন? জবাবে বিভাসবাবু বলেন, 'তা বলতে পারেন। নাট্য অ্যাকাডেমির পরিচালন পদ্ধতির সঙ্গে সহমত হতে পারছিলাম না।' 

ইসলামপুরের সরস্বতী বিদ্যামন্দিরের অনুমোদন বাতিল করল শিক্ষা দফতর

২০১১-র পরিবর্তনের ব্যানারের অন্যতম মুখ ছিলেন বিভাস চক্রবর্তী। নাট্য অ্যাকাডেমি থেকে তাঁর সরে যাওয়ার খবরে নানা মহলে জল্পনা ছড়িয়েছে। যদিও বিভাসবাবু বলেন, 'আমার পদত্যাগে নাট্য অ্যাকাডেমিতে কোনও প্রভাব পড়বে না।'  

 

 

.