প্রবল বৃষ্টিতে ভাসছে বীরভূম, প্রশাসনিক তত্পরতায় খুলল জাতীয় সড়ক

Updated By: Jul 23, 2017, 10:00 AM IST
প্রবল বৃষ্টিতে ভাসছে বীরভূম, প্রশাসনিক তত্পরতায় খুলল জাতীয় সড়ক

ওয়েব ডেস্ক : প্রবল বৃষ্টিতে ভাসছে বীরভূমের বহু এলাকা। প্রায় সবকটি নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। ফুঁসছে কোপাই, ময়ূরাক্ষী, বক্রেশ্বর। কুঁয়ে নদীর জলে ডুবেছে লাভুর-লাঘাটা ব্রিজ। জলের তলায় চলে গিয়েছে প্রায় পঞ্চাশটি গ্রাম। ফলে ব্যাপক ক্ষতি হয়েছে চাষের। তিলপাড়া ব্যারেজ থেকে জল ছাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। লাভপুরের বহু এলাকা এখন ভাসছে। পরিস্থিতি সামাল দিতে জেলাশাসকের দফতরে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

তবে অন্যদিকে, এরপরই তত্পর হয় প্রশাসন। দুদিনেই তড়িঘড়ি কাজ করে যান চলাচলের যোগ্য করে তোলা হল দুবরাজপুর- আসানসোল রাস্তা। লাগাতার বৃষ্টিতে ওই রাস্তা ভাসিয়ে দিয়েছিল শাল নদীর দল। জল কিছুটা নামলেও ভেঙে যায় সড়ক। বন্ধ হয়ে গিয়েছিল যান চলাচল। কার্যত যুদ্ধকালীন তত্পরতায় সেই রাস্তাই সারাই করে ফেলল প্রশাসন।

আরও পড়ুন, টিভি দেখা নিয়ে ভাই-বোনের মারামারি; আত্মঘাতী দিদি

.