''দিদি যা বলবেন, তাই করব'', বললেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী

রাজ্য রাজনীতিতে বিরল ঘটনা। বিজেপির প্রার্থীই জানালেন, তিনি মুখ্যমন্ত্রীর কথামতো চলবেন। 

Updated By: Jan 7, 2018, 08:25 PM IST
''দিদি যা বলবেন, তাই করব'', বললেন নোয়াপাড়ার বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিবেদন: দিল্লি থেকে নোয়াপাড়া উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করে দিল  বিজেপি। অথচ প্রার্থী মঞ্জু বসুই বললেন, ''দিদি যা বলবেন, তাই করব আমি। ওনার প্রতি আমার আস্থা আছে।'' 

দিন কয়েক আগে বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে বৈঠক করেন মুকুল ঘনিষ্ঠ মঞ্জু বসু। তখন শুরু হয় জল্পনা। রবিবার বিজেপির প্রার্থী তালিকায় নাম রয়েছে মঞ্জু বসুর। উল্লেখ্য, বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেননি মঞ্জু বসু। কৈলাসের সঙ্গে বৈঠক প্রসঙ্গে মঞ্জুদেবী বলেন, আত্মীয়কে ছাড়তে বিমানবন্দরে গিয়েছিলাম। তখন দেখা হয়েছিল। সৌজন্যমূলক কথাবার্তা হয়েছিল। তাঁর বাড়িতে মুকুল গিয়েছিলেন। এপ্রসঙ্গে মঞ্জু বসু বলেন, আমার বাড়িতে যে কেউ আসতে পারেন। 

বিজেপি সূত্রের খবর, প্রথমে দুজন প্রার্থীর নাম পাঠানো হয়েছিল। তবে মুকুলের কথাতেই মঞ্জু বসুকে প্রার্থী করা হয়। রাজনৈতিক মহলের মতে,  মঞ্জু বসু ঠারেঠোরে বুঝিয়ে দিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই তিনি আছেন। এটা নিঃসন্দেহে মুকুলের মুখ পোড়াল। প্রার্থীপদ ঘোষণার পর যেভাবে মঞ্জুদেবী বেঁকে বসলেন, তা লজ্জায় ফেলল দিল্লি বিজেপিকেও। বিজেপি নেতা মুকুল রায়ের দাবি, মঞ্জু বসুকে ভয় দেখানো হচ্ছে। 

.