শীতের শুরুতেই কর্মীদের চাঙ্গা করতে বিধানসভা অভিযানের ডাক বিজেপি কিশান মোর্চার

আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। তার পরই ২০ নভেম্বর মঙ্গলবার বিধানসভা অভিযান করবে বিজেপির কৃষক সংগঠন। কর্মসূচিতে রাজ্যের সমস্ত জেলা থেকে কয়েক হাজার কৃষক অংশগ্রহণ করবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে। 

Updated By: Nov 13, 2018, 05:41 PM IST
শীতের শুরুতেই কর্মীদের চাঙ্গা করতে বিধানসভা অভিযানের ডাক বিজেপি কিশান মোর্চার

নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে নভেম্বরেই রাজ্যে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে চলেছে বিজেপি। সেই উদ্দেশ্যে আগামী সপ্তাহেই ময়দানে নামতে চলেছে তারা। আর এবার বিজেপির লক্ষ্য সরাসরি বিধানসভা। বকেয়া দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে আগামী ২০ নভেম্বর বিধানসভা অভিযানের ডাক দিয়েছে বিজেপির কিশান মোর্চা। 

বিজেপির তরফে জানানো হয়েছে, আগেই বেশ কয়েকদফা দাবিসনদ রাজ্য সরকারের কাছে জমা দিয়েছিল কিশান মোর্চা। তবে সরকারের তরফে তার কোনও জবাব মেলেনি। এর পরই দাবি আদায়ের লক্ষ্যে বিধানসভা অভিযানের সিদ্ধান্ত নিয়েছে তারা। 

ঋতব্রতর পর এবার কৌস্তভ ও সৌম্যজিত্, শৃঙ্খলাভঙ্গের দায়ে সাসপেন্ড ২ সিপিএম নেতা

আগামী ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে বিধানসভার শীতকালীন অধিবেশন। তার পরই ২০ নভেম্বর মঙ্গলবার বিধানসভা অভিযান করবে বিজেপির কৃষক সংগঠন। কর্মসূচিতে রাজ্যের সমস্ত জেলা থেকে কয়েক হাজার কৃষক অংশগ্রহণ করবেন বলে বিজেপির তরফে জানানো হয়েছে। 

সাম্প্রতিককালে ক্ষমতা জাহিরের জন্য কলকাতার বুকে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে বিজেপি। কলকাতায় সভা করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। ২০১৭ সালের মে মাসে বিজেপির লালবাজার অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল ধর্মতলা চত্বর। জ্বলেছিল পুলিসের গাড়ি। 

.