North Barrackpore: তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, ঘটনাস্থলে পুলিস

ইছাপুর রামনগর এলাকায় একটি বাইকে করে এসে বোমা ছুড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা

Updated By: Apr 5, 2022, 04:33 PM IST
North Barrackpore: তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, ঘটনাস্থলে পুলিস
নিজস্ব চিত্র

নিজস্ব প্রতিবেদন: উত্তর ব্যারাকপুর পৌরসভার ইছাপুর রামনগর এলাকায় তৃণমূল ওয়ার্ড সম্পাদক বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছে। 

উত্তর ব্যারাকপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড কমিটির সম্পাদক চন্দন মিত্রের বাড়ির সামনে সোমবার গভীর রাতে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাস্থল ইছাপুর রামনগর এলাকায় একটি বাইকে করে এসে বোমা ছুড়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

এই ছবি ধরা পড়েছে চন্দন মিত্রের বাড়িতে থাকা সিসিটিভি ক্যামেরায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নোয়াপাড়া থানা পুলিশ। ঘটনাস্থলে আসেন উত্তর ব্যারাকপুর পৌরসভার উপপ্রধান এবং আট নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন: বন্যার জল ঢুকে বালি জমিতে, ব্যপক ফলন সূর্যমুখীর

১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুপ্রিয়া ঘোষ ঘটনার বিষয়ে বলতে গিয়ে বলেন দুষ্কৃতীদের দ্বারা এমন ঘটনা ঘটানো হয়েছে এবং এর সঙ্গে কোনও রাজনৈতিক যোগ রয়েছে বলে তিনি মনে করেন না।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.