৫০ জন স্টাফ নার্স নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং, জেনে নিন আবেদনের বিস্তারিত

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.becil.com/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে।

Updated By: Aug 6, 2019, 01:05 PM IST
৫০ জন স্টাফ নার্স নিয়োগ করবে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং, জেনে নিন আবেদনের বিস্তারিত

নিজস্ব প্রতিবেদন:  ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং-এ ৫০ জন স্টাফ নার্স নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা নিজের দেওয়া তথ্য অনুযায়ী আবেদন করতে পারেন

শূন্যপদের বিন্য়াস: ৫০ (অসংরক্ষিত ২০, ওবিসি ১৩, তপসিলি জাতি ৮, তপসিলি উপজাতি ৪,ইডব্লুএস ৫) 

পারিশ্রমিক: প্রতিমাসে ৩৫০০০ টাকা

চাকরি সম্পর্কিত আরও খবর পড়তে ক্লিক করুন এখানে

যোগ্যতা: ম্যাট্রিকুলেশন,  এ গ্রেড স্টাফ নার্স/ মিডওয়াইফারি এবং নার্সিং কাউন্সিলে এ গ্রেড নার্স ও মিডওয়াইফ হিসেবে নাম নথিভুক্ত থাকতে হবে।

বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সসীমায় ছাড় পাবেন। 

আবেদনের ফি: ৫০০ টাকা। তপসিলি জাতি/উপজাতি ও ভিন্নভাবে সক্ষম প্রার্থীদের ক্ষেত্রে ২৫০ টাকা। ডিমান্ড ড্রাফটের মাধ্যমে ফি দেওয়া যাবে। ডিমান্ড ড্রাফট কাটতে হবে BROADCAST ENGINEERING CONSULTS INDIA LIMITED-এর অনুকূলে, প্রদেয় হবে নয়া দিল্লিতে।

আরও পড়ুন: শিক্ষানবিশদের জন্য সুখবর! সেরা ইন্টার্নশিপের তালিকাটা দেখে নিন

আবেদনের পদ্ধতি: আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ানে। https://www.becil.com/ ওয়েবসাইট থেকে দরখাস্তের বয়ান ডাউনলোড করা যাবে। পূরণ করা আবেদন পত্র , সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের দুটি ছবি, ডিমান্ড ড্রাফট, প্যানকার্ড, আধার কার্ড ও যাবতীয় প্রমাণ পত্রাদির স্ব-প্রত্যয়িত  জেরক্স পাঠাতে হবে 'The Deputy General (HR), BECIL's Corporate office at BECIL's Bhawan, C56/A, Sector-62, Noida 201307 (UP)' ঠিকানায়। পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ২১ অগাস্ট ২০১৯ তারিখের মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে। 

.